<p>বয়স সবে ২২ বছর। ক্যারিয়ার গড়ার গুরুত্বপূর্ণ এক সময়। কিন্তু দুর্দান্ত কিছু করে ক্যারিয়ার গড়ার বিপরীতে উল্টো অবসরের ঘোষণা দিলেন ইহসানউল্লাহ। এমনটা অবশ্য সেচ্ছায় নেননি তিনি। আর অবসরও পুরো ক্রিকেট থেকে নয়, একটা টুর্নামেন্ট থেকে।</p> <p>সেই টুর্নামেন্ট হচ্ছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। রাগে-ক্ষোভে পিএসএলকে বয়কট করার ঘোষণা দিয়েছেন ইহসানউল্লাহ। এই রাগ-ক্ষোভের পেছনে কারণ এবারের পিএসএলে দল না পাওয়া।</p> <p>পিএসএলকে বয়কট করার বিষয়ে ইহসানউল্লাহ বলেছেন, ‘পিএসএলকে বয়কট করছি, অবসর নিচ্ছি। আর কোনো দিন পিএসএলে খেলতে দেখবেন না। পুরোপুরি এটা বয়কট করছি, অবসর নিচ্ছি। ঘরোয়া ক্রিকেটে পারফরম করে পাকিস্তানের প্রতিনিধিত্ব করতে চাই, পিএসএল খেলে না।’</p> <p>কঠিন সময়ে তার সঙ্গে কোনো ফ্র্যাঞ্চাইজি যোগাযোগ করেনি বলে জানান ইহসান। ঘরোয়া ক্রিকেটে ভালো বোলিং করে তাদের দেখিয়ে দেওয়ার কথা জানিয়ে এই পেসার বলেছেন, ‘আমার সঙ্গে কেউ যোগাযোগ করেনি। যখন কেউ অন্য কাউকে পায়, তখন তারা তার সঙ্গে থাকে। ১৫০-১৬০ কিলোমিটার গতিতে বোলিং করব। আর যারা বলেছে ১৩০-১৩৫ কি.মির গতির বোলার, এক দেড় মাসের মধ্যে তাদের দেখিয়ে দেব ওই বোলার নই যে পিএসএল ৮ খেলেছিল আর চোটে পড়েছিল। এর চেয়েও ভালো বোলার হবো।’</p> <p>২০২৩ পিএসএলে ঘণ্টায় ১৫০ কি.মির গতিতে বোলিং করে আলোচনায় আসেন ইহসান। আব্বাস আফ্রিদির (২৩) পর মুলতান সুলতানসের হয়ে ২২ ‍উইকেট নিয়ে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারিও ছিলেন। অবিশ্বাস্য এই পারফরম্যান্সে জাতীয় দলেও জায়গা করে নেন তিনি। জাতীয় দলের হয়ে মোটে ৫ ম্যাচ খেলা পেসার পরে কনুইয়ের চোটে পড়েন। পরে তার ভুল সার্জারি করা হয়েছে বলেও এমনটা শোনা যায়। সে সবকে পেছনে ফেলে আবারো ক্রিকেটে ফিরলেও এবার তাকে নিতে কোনো দলই আগ্রহ দেখায়নি। এই অভিমানেই তাই পিএসএলকে বয়কট করেছেন তিনি।</p>