ইসলামের স্থাপত্যধারা
রমজান মাস উপলক্ষে বৈশাখী টেলিভিশনে প্রচারিত হচ্ছে স্থাপত্যবিষয়ক ধারাবাহিক প্রামাণ্যচিত্র ‘ইসলামের স্থাপত্যধারা’। প্রতিদিন ইফতারের পর প্রচারিত হয় এটি। ইসলামের বিকাশের সঙ্গে বিশ্বব্যাপী ইসলামী স্থাপত্যধারায় যে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে, সেসব তুলে ধরা হয়েছে বিভিন্ন স্থাপনার নির্মাণ ইতিহাসের সঙ্গে। পরিচালনায় স্থপতি, লেখক ও পর্যটক শাকুর মজিদ।
স্টুডিও বি
আলজাজিরায় দুপুর ২টা ৩০ মিনিটে রয়েছে আলোচনা অনুষ্ঠান ‘স্টুডিও বি’। আজকের পর্বের অতিথি শান্তিতে নোবেলজয়ী ফিলিপিনো সাংবাদিক মারিয়া রেসা। পৃথিবীর দক্ষিণ গোলার্ধে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ পরিণতি নিয়ে তাঁর সঙ্গে কথা বলেছেন গবেষক উর্বশী আনেজা।