<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গাজীপুর মহানগরীর সারাব এলাকার বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের বন্ধ হওয়া ১৬ কারখানা খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন শ্রমিকরা। গতকাল মঙ্গলবার সকাল ৯টায় চন্দ্রা-নবীনগর সড়কের চক্রবর্তী এলাকায় কয়েক হাজার শ্রমিকের অংশগ্রহণে শুরু হওয়া মানববন্ধন সাভারের নবীনগর পর্যন্ত দীর্ঘ হয়।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত ১৫ ডিসেম্বর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে বেক্সিমকোর শিল্পপ্রতিষ্ঠানগুলোর শ্রম ও ব্যবসায় পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের কমিটির সভার সিদ্ধান্তের পর বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের ১৬ কারখানা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। এতে বেকার হয়ে পড়েন ৪২ হাজার শ্রমিক।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জানা গেছে, বেক্সিমকোর ১৬ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকরা চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করে কয়েক দফা বিক্ষোভ করেছেন। সর্বশেষ গত ২১ ডিসেম্বর তাঁরা সড়ক অবরোধ করে বিক্ষোভ জানালে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। এরপর শ্রমিকরা বিক্ষোভ বা মহাসড়ক অবরোধ কর্মসূচি থেকে সরে আসেন। এক সপ্তাহ আগে তাঁরা বৃহদাকারের মানববন্ধন কর্মসূচির ঘোষণা দেন। কর্মসূচি সফল করতে শ্রমিকরা লিফলেট বিতরণ এবং ব্যাপক প্রচারণা চালান। পূর্বঘোষণা অনুযায়ী, মঙ্গলবার সকাল ৮টা থেকে কয়েক হাজার শ্রমিক গাজীপুর মহানগরীর চক্রবর্তী এলাকায় জড়ো হতে থাকেন।</span></span></span></span></span></p>