<p>চট্টগ্রামের পটিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটার ঘটনায় মামলা করেছেন ছাত্রদলের এক নেতা। সোমবার (১৩ জানুয়ারি) রাতে পটিয়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি করেন তিনি। </p> <p>এই মামলার আসামিরা হলেন কুসুমপুরা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মো. আরশেদ, আওয়ামী লীগ নেতা আব্বাস আলী, আবদুল মান্নান, আনু মিয়া, ছাত্রলীগ নেতা সাইফুল প্রকাশ সাইফুদ্দিন, মিজান, আবদুর রব ফয়সাল, হেলাল উদ্দিন মানিক, বাপ্পি চৌধুরী, আবদুল কাদের প্রকাশ মহিষ কাদের, হোসাইন রানা, জানে আলম, মো. মামুন, ওসমান গনি মিয়া, মো. নূরুল ইসলাম চৌধুরী, শাহরিয়ার মনির, হাসেম বাহাদুর, মিজানুর রহমান মিজান, মো. মারুফ, মহিউদ্দিন মহি। </p> <p>কুসুমপুরা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাদী হয়ে মামলার এজাহারে উল্লেখ করেন, ৩ জানুয়ারি রাতে আসামিরা নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মী পরিচয়ে সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী পালনের জন্য সভার আয়োজন করে। ব্যানারে পটিয়া উপজেলা ছাত্রলীগ লেখা এবং কেক কাটে তারা। এ ছাড়া বাংলাদেশ ছাত্রলীগের শব্দে বিভিন্ন স্লোগান ও বক্তব্য প্রদান করেন নেতাকর্মীরা। সরকার বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে জানা সত্ত্বেও আসামিরাসহ অনেক স্থির চিত্র, ভিডিও ও বিভিন্ন স্লোগান সম্বলিত পোস্ট ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিচ্ছিন্ন ইলেকট্রনিক মিডিয়ায় প্রচার করে।</p> <p>পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কেটে রাষ্ট্রবিরোধী নানা স্লোগান দেন। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা হয়েছে। বিষয়টি পুলিশ গুরুত্ব সহকারে দেখে আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত।  </p>