<p style="text-align:justify">প্রায় ৫০ বছর আগেই ছেড়ে চলে গিয়েছিলেন একে অপরকে। হয়ে যায় ডিভোর্স। কিন্তু শেষ জীবনটা আর একে অপরকে ছেড়ে থাকতে চান না তারা। নতুন করে প্রেমে পড়েছেন। ভালোবাসেন একে অপরকে। তাই আবার বিয়ের সিদ্ধান্ত নিলেন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার এক দম্পতি।</p> <p style="text-align:justify">জানা গেছে, এই দম্পতির নাম ফে গ্যাবেল এবং রবার্ট ওয়েনরিচ। তারা ১৯৫১ সালের নভেম্বরে বিয়ে করেন। চার সন্তানের জন্ম দেন। সবই ঠিক ছিল। কিন্তু সাংসারিক জীবনে দুর্যোগ নেমে আসে ১৯৭৫ সালে। হয়ে যায় ডিভোর্স। যদিও এই ডিভোর্সের কারণ জানাতে চাননি তারা।</p> <p style="text-align:justify"><strong>শেষ বয়সে পুরনো ভালোবাসা</strong></p> <p style="text-align:justify">ডিভোর্সের পর দুজনই আবার বিয়ে করেন। দুজনেরই দ্বিতীয় সংসার সুখের হয়েছিল। যদিও বয়স বাড়ার সঙ্গে সঙ্গে দুজনেরই দ্বিতীয় পক্ষের সঙ্গী মারা যান।</p> <p style="text-align:justify">এখন গ্যাবেল এবং রবার্ট আবার একসঙ্গে থাকতে চান। সম্প্রতি তারা আবার বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন। পরিবারের সদস্যরা বলছেন যে ডিভোর্সের পরেও গ্যাবেল এবং ওয়েনরিচের মধ্যে আগাগোড়াই ভালো সম্পর্ক ছিল এবং প্রায়ই একসঙ্গে পারিবারিক অনুষ্ঠানে যেতেন।</p> <p style="text-align:justify">দম্পতির ছোট মেয়ে ক্যারল স্মিথের দাবি, প্রেমে তারা কিশোরদের মতো আচরণ করেন। একসঙ্গে সব কিছু করেন।</p> <p style="text-align:justify">তিনি আরো শেয়ার করেছেন, তার বাবা বলেছেন, তার প্রথম স্ত্রী ফে গ্যাবেলই তার প্রথম প্রেম। তিনি কখনোই ভাবেননি যে আবারও তাকে ফিরে পাবেন। আর এখন যখন তিনি ফিরে পেয়েছেন, আর অপেক্ষা করতে চাইছেন না।</p> <p style="text-align:justify"><strong>বর-কনের বয়স ৯০-এর ঘরে</strong></p> <p style="text-align:justify">ওয়েনরিচ সম্প্রতি ৯৪ বছর বয়সে পা দিয়েছেন। আর তার হবু স্ত্রীর বয়স ৮৯ বছর। তাদের ১৪ জন নাতি, ১৪ জন নাতি-নাতনি এবং যমজ নাতি-নাতনিও রয়েছে। গ্যাবলের দুই সৎ ছেলেও রয়েছে।</p> <p style="text-align:justify">ওয়েনরিচ বলেছেন, ‘আমি মনে করি আমরা আগামী কয়েক বছর আমরা খুব ভালো থাকব।’</p> <p style="text-align:justify">সূত্র : ওয়াশিংটন পোস্ট</p>