<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা থেকে বিদায় নেওয়ার শেষ দিনে কৃত্রিম বুদ্ধিমত্তায় (এআই) ব্যবহৃত চিপ নিয়ে নতুন বিধি-নিষেধ দিয়েছেন। ফলে চীন, রাশিয়াসহ বৈরী দেশগুলোর জন্য অ্যাডভান্স প্রযুক্তি পাওয়া আরো কঠিন হয়ে গেল। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এর আগে যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয় চীনের কাছে সেমিকন্ডাক্টর তৈরির দুই ডজন উপকরণ বিক্রয়ে নিষেধাজ্ঞা আরোপ করেছে। সেই সঙ্গে চীনের বিভিন্ন কম্পানির কাছে মার্কিন প্রযুক্তি বিক্রির ক্ষেত্রেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এবার নতুন বিধি-নিষেধ যুক্ত করা হলো। গতকাল সোমবার প্রকাশ করা নতুন বিধি-নিষেধে এআই চিপ রপ্তানিতে নিয়ন্ত্রণ আরো সুদৃঢ় করা হয়েছে। এই চিপ রপ্তানিতে কিংবা পুনঃ রপ্তানিতে অথবা কোনো দেশে সরবরাহ করতে হলে বাড়তি অনুমোদন নিতে হবে। তবে বন্ধুদেশগুলোর জন্য এই নীতি শিথিল থাকবে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">যুক্তরাষ্ট্র মনে করছে, যুক্তরাষ্ট্রের তৈরি সেমিকন্ডাক্টর চীনের হাতে গেলে তা দিয়ে চীন নতুন অস্ত্র ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থার উন্নতি করতে পারে। সূত্র : এএফপি</span></span></span></span></p>