<p style="text-align:justify">বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খানম রিতা বলেছেন, বিএনপি জনগণের দল। এই দলকে কখনো কলুষিত হতে দেয়া যাবে না। সোমবার দিবাগত রাতে মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার দিঘলীয়া ইউনিয়নের ভোঁয়া গ্রামে এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।</p> <p style="text-align:justify">হযরত শাহ সুফি সাদেক আলী মুন্সী ওয়ায়েসী (রহ.)-এর ৭৯তম ওরশ মোবারক উপলক্ষে ওই আলোচনাসভার আয়োজন করা হয়। </p> <p style="text-align:justify">আফরোজা খানম রিতা বলেন, ‘বিগত ১৭ বছর ধরে দেশের মানুষ দুঃশাসন ও নির্যাতনের শিকার হয়েছে। আওয়ামী লীগের নির্যাতনে পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগেছে। কিন্তু বিএনপি দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য লড়াই করছে এবং জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে এগিয়ে যাচ্ছে।’</p> <p style="text-align:justify">তিনি বলেন, ‘আওয়ামী দোসরদের দলে প্রবেশ রোধে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। দলের অভ্যন্তরে শৃঙ্খলা বজায় রাখতে হবে এবং জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’ </p> <p style="text-align:justify">আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনার জন্য জনগণের প্রতি আহ্বান জানান তিনি।</p> <p style="text-align:justify">দিঘলীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মশিউর রহমান হেলালীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর আ ফ ম নূরতাজ আলম বাহার, সাটুরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আবুল বাশার সরকার প্রমুখ।</p>