<p>প্রায় দেড় যুগ ধরে ঝিনাইদহের শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের ডিগ্রি পাস কোর্সের ৩৮ শিক্ষক-কর্মচারীর এমপিওভুক্তি হয়নি। শুধু শহীদ জিয়াউর রহমান কলেজের নামের কারণে দীর্ঘ সময় ধরে বঞ্চনার শিকার তাঁরা। যোগ্যতার সব শর্ত পূরণ হলেও বিগত আওয়ামী লীগ শাসনামলে শহীদ জিয়ার নামের কারণে কলেজটি এমপিওভুক্ত করা হয়নি বলে অভিযোগ উঠেছে।</p> <p>শিক্ষায় অনগ্রসর ওই এলাকায় শিক্ষার আলো ছড়াতে ২০০০ সালে কালীগঞ্জ-জীবননগর সড়কসংলগ্ন ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুরে চার একর জমির ওপর স্থাপন করা হয় শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ।</p> <p>গত প্রায় দেড় যুগে যেসব শিক্ষক-শিক্ষিকা শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের সঙ্গে নিজেদের নাম যুক্ত করেছিলেন, তাঁদের দুর্দশা এখনো চলছে। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে ডিগ্রিধারী হয়েও আজ তাঁরা সমাজের কাছে অসম্মানিত। এবার জরুরি ভিত্তিতে ডিগ্রি পাস কোর্সে কর্মরত শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তির দাবি জানিয়েছেন কলেজের শিক্ষক-কর্মচারী ও স্থানীয়রা।</p> <p>কলেজের প্রভাষক মো. ছামাদুজ্জামান বলেন, ‘২০০৩ সালে আমাকে শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের ডিগ্রি (পাস) কোর্সে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক হিসেবে নিয়োগ দেওয়া হয়। সেই থেকে ২১ বছর যাবৎ বেতন-ভাতা দূরের কথা, কলেজ থেকে কোনো প্রকার সুযোগ-সুবিধা দেওয়া হয়নি।’</p> <p>তিনি আরো বলেন, ‘গত আওয়ামী লীগ শাসনামলে আমাদের অযোগ্যতা ছিল আমরা শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের শিক্ষক ছিলাম। আমরা বর্তমান সরকারের কাছে এর সুষ্ঠু বিচার দাবি করছি।’</p> <p>কলেজের অধ্যক্ষ মো. শওকত আলী বলেন, ‘উপজেলার সবচেয়ে অবহেলিত ও বঞ্চনার শিকার শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ। কলেজটির ডিগ্রি শিক্ষকদের প্রতি যে অন্যায় করা হয়েছে, তা অকল্পনীয়। আমি তাঁদের সব বকেয়া পরিশোধের দাবিসহ একই সঙ্গে ডিগ্রি পর্যায়ে এমপিওভুক্তি ও জাতীয়করণের দাবি জানাচ্ছি।’</p> <p>স্থানীয় বিএনপি নেতা মেহেদী হাসান রনি বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার শুধু শহীদ জিয়াউর রহমানের নামের কারণে এতগুলো শিক্ষক-কর্মচারীর বেতন-ভাতা চালু করেনি। আমি বর্তমান সরকারের কাছে দাবি জানাব, দ্রুত এসব অসহায় শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা চালু করা হোক।’</p> <p>এ ব্যাপারে ঝিনাইদহের জেলা প্রশাসক আব্দুল আওয়াল কালের কণ্ঠকে বলেন, ‘ওই কলেজের বিষয়টি আমি শুনেছি। এরই মধ্যে ওই শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা চালু করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।’</p> <p> </p>