<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ময়মনসিংহের ভালুকায় মাদরাসা প্রভাষকের বাড়িতে দুঃসাহসী ডাকাতির ঘটনা ঘটেছে। উপজেলার চাপরবাড়ী গ্রামের মরহুম শামছুদ্দিন খানের ছেলে প্রভাষক মুজাহিদুল ইসলাম সোহেল খানের বাড়িতে গত মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাতে ডাকাতির ওই ঘটনাটি ঘটে। দায়ের মুখে সায়েরা নামে তিন বছরের এক শিশুকে জিম্মি করে ডাকাতদল ওই বাড়ি থেকে চার লাখ টাকা, স্বর্ণালংকারসহ ১৫ লাখ টাকার মালপত্র লুটে নিয়েছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, ঘটনার রাতে ১৫-১৬ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল দেশি অস্ত্রসস্ত্র নিয়ে প্রভাষক মুজাহিদুল ইসলাম সেলিম খানের বাড়িতে হানা দেয়। ওই সময় ডাকাতদল অস্ত্রের মুখে ওই পরিবারের সদস্য ও বেড়াতে আসা মেহমানদের জিম্মি করে টাকাসহ প্রায় ১৫ লাখ টাকার মালপত্র নিয়ে যায়। খবর পেয়ে পরদিন সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে ভালুকা মডেল থানার পুলিশ। </span></span></span></span></span></p>