<p style="text-align:justify">‘নাজিরপুরে বিএনপি নেতা মাসুম মিনা স্থানীয়দের কাছে এক আতঙ্কের নাম’ শিরোনামে বিভিন্ন জাতীয় দৈনিক, স্থানীয় দৈনিক, অনলাইন সংবাদ মাধ্যমে নিউজ প্রকাশিত হলে নিজের পদ বাঁচাতে আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে মানববন্ধন করেছেন বিএনপি নেতা মাসুম মিনা।</p> <p style="text-align:justify">বুধবার বিকেলে উপজেলার শেখমাঠিয়া ইউনিয়নে বাকশী গ্রামে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে মানববন্ধন করে। </p> <p style="text-align:justify">মানববন্ধনে বক্তব্য রাখেন শেখমাঠিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শিশির মিস্ত্রি, সহ-সভাপতি মো. শাহজাহান হোসেন শাজা, প্রচার সম্পাদক রণজিত চক্রবর্তী, ৮ নম্বর কৃষকলীগ নেতা দেলোয়ার প্রমুখ। </p> <p style="text-align:justify">মানববন্ধনে স্থানীয় চিহ্নিত মাদককারবারি, মাদকসেবীরাসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।</p> <p style="text-align:justify">মাসুম মিনা সেখমাঠিয়া ইউনিয়নের বাকশী গ্রামের মৃত লতিফ মিনার ছোট ছেলে। তিনি সদ্য সাময়িক অব্যাহতিপ্রাপ্ত শেখমাঠিয়া ইউনিয়ন ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং উপজেলা বিএনপির সদস্য।</p> <p style="text-align:justify">জানা যায়, গত ৫ আগস্টের পর মাসুম মিনা বাহিনীর উত্থান ঘটে। জোর করে জমি দখল, চাঁদাবাজি, মারামারি, অমানবিক নির্যাতন, জোরপূর্বক জমির ফসল কেটে নেওয়া ও সরকারি খাস জমি দখলের অভিযোগ ওঠে। মাসুম বাহিনীর বিরুদ্ধে মুখ খুলতে ভয় পান স্থানীয়রা। মাসুম বাহিনী সুসংগঠিত হয়ে তাদের কর্মকাণ্ড পুরোদমে চালিয়ে যাচ্ছে বলে জানান স্থানীয়রা।</p> <p style="text-align:justify">সম্প্রতি মাসুম ও তার বাহিনীর বিরুদ্ধে স্থানীয় কৃষক রেজাউল শেখ নামের এক ব্যক্তি থানায় অভিযোগ করলে বেড়িয়ে আসে এমন সব ভয়ংকর তথ্য। তার এ অপকর্মের সঙ্গে স্থানীয় কতিপয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সেজেছে একটি চক্র।<br />  </p>