ঢাকা, শুক্রবার ০৪ এপ্রিল ২০২৫
২১ চৈত্র ১৪৩১, ০৪ শাওয়াল ১৪৪৬

ঢাকা, শুক্রবার ০৪ এপ্রিল ২০২৫
২১ চৈত্র ১৪৩১, ০৪ শাওয়াল ১৪৪৬

বাবরের সঙ্গে মুক্তি পেলেন যারা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
বাবরের সঙ্গে মুক্তি পেলেন যারা
সংগৃহীত ছবি

দীর্ঘ সাড়ে ১৭ বছর পর কারাগার থেকে মুক্তি পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। তার সঙ্গে একই মামলার আরো পাঁচজন মুক্তি পেয়েছেন।

আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুর পৌনে ২টায় কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বের হন তারা। এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা বিভাগের ডিআইজি প্রিজন্স (উপ-মহাপরিদর্শক) মো. জাহাঙ্গীর কবির।

আরো পড়ুন
গর্দান ও তলোয়ার দুটো একসঙ্গে থাকতে পারে না : হাসনাত

গর্দান ও তলোয়ার দুটো একসঙ্গে থাকতে পারে না : হাসনাত

 

জাহাঙ্গীর কবির বলেন, ‘সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর কারাগার থেকে বের হয়েছেন। এ ছাড়া লুৎফুজ্জামান বাবরের সঙ্গে আরো পাঁচজন মুক্তি পেয়েছেন। তারা হলেন- কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ থেকে বিমান বাহিনীর উইং কমান্ডার (অব.) সাহাবুদ্দিন আহম্মদ, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে এনএসআইয়ের সাবেক ফিল্ড অফিসার আকবর হোসেন খান, সিইউএফএলের সাবেক এমডি মহসিন উদ্দিন তালুকদার, এনএসআইর সাবেক ডিজি ও ডিজিএফআইয়ের সাবেক ডাইরেক্টর মেজর জেনারেল (অব.) রেজ্জাকুল হায়দার চৌধুরী এবং কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন মেজর (অব.) এম লিয়াকত হোসেন।’

আরো পড়ুন
‘ছাগলকাণ্ড আমার জীবনে অভিশাপ’, আদালতে আরো যা বললেন মতিউর

‘ছাগলকাণ্ড আমার জীবনে অভিশাপ’, আদালতে আরো যা বললেন মতিউর

 

এর আগে গত ১৪ জানুয়ারি আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের দায় থেকে খালাস পান লুৎফুজ্জামান বাবর।

বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

২০০৭ সালের ২৮ মে আটক হন লুৎফুজ্জামান বাবর। এরপর বিভিন্ন মামলায় তার দণ্ড হয়। তবে গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের সরকার পতন হওয়ার পর এসব মামলার আপিল শুনানি শেষে একে একে খালাস পান বাবর।

আরো পড়ুন
‘ভণ্ড-প্রতারক থেকে সাবধান’, আরো যা বললেন সারজিস

‘ভণ্ড-প্রতারক থেকে সাবধান’, আরো যা বললেন সারজিস

 

লুৎফুজ্জামান বাবর ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে নেত্রকোনা-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ১৫ ফেব্রুয়ারি ১৯৯৬ সালের ষষ্ঠ ও ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে নেত্রকোনা-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। অষ্টম সংসদে তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

মন্তব্য

সম্পর্কিত খবর

ভূরুঙ্গামারীতে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা আটক

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
শেয়ার
ভূরুঙ্গামারীতে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা আটক
ছবি: কালের কণ্ঠ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা সালেকুর রহমান (৩৪)-কে আটক করেছে থানা পুলিশ। আজ শুক্রবার (৪ এপ্রিল) সাড়ে ১২টার দিকে ভূরুঙ্গামারী বাজার থেকে তাকে আটক করা হয়।

সালেকুল উপজেলার সদর ইউনিয়নের দেওয়ানের খামার গ্রামের আমজাদ হোসেনের ছেলে। তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় উপ ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক।

আরো পড়ুন
সার্ভার জটিলতায় অনলাইনে টিকিট কাটতে ভোগান্তি

সার্ভার জটিলতায় অনলাইনে টিকিট কাটতে ভোগান্তি

 

ভূরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ আটকের সত‍্যতা নিশ্চিত করে বলেন, ‘গত ৪ আগস্ট ভূরুঙ্গামারীতে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় করা মামলায় সালেকুরকে আটক করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।’

মন্তব্য

কাশিয়ানীতে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জ প্রতিনিধি
শেয়ার
কাশিয়ানীতে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
ছবি: কালের কণ্ঠ

ঈদ উপলক্ষে গ্রামবাংলার ঐতিহ্য ধরে রাখতে গোপালগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ঘোড়দৌড় প্রতিযোগিতা। যুব সমাজকে মাদকমুক্ত রাখতে কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের নোয়াপাড়া বাগিয়া গ্রামে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। গতকাল বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকালে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের নোয়াপাড়া বাগিয়া ফুটবল মাঠে মো. ইদ্রিস শেখের উদ্যোগে এ ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

এতে নড়াইল, মাদারীপুর, ফরিদপুর, যশোর ও গোপালগঞ্জ জেলা থেকে ২৫টি ঘোড়া নিয়ে প্রতিযোগিরা অংশ নেয়।

বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলা কয়েক রাউন্ডে প্রায় চার কিলোমিটার পথ অতিক্রম করে ঘোড়াগুলো। এদিকে ঘোড়দৌড় উপলক্ষে বসে গ্রামীণ মেলা।

ঘোড়দৌড়ে নড়াইলের রবিউল মোল্যার ঘোড়া প্রথম, একই জেলার রাব্বি মোল্যার ঘোড়া দ্বিতীয়, শিমুল শেখের ঘোড়া তৃতীয় ও আরজু মোল্যার ঘোড়া চতুর্থ হয়। পরে বিজয়ীদের হাতে নগদ অর্থপুরস্কার তুলে দেন আয়োজকরা।

প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করা ঘোড়ার মালিক নড়াইলের রবিউল মোল্যা (৪৫) বলেন, নিজের ঘোড়া নিয়ে প্রতিযোগিতায় অংশ নেই। প্রতিযোগিতায় অংশ নিয়ে খুব ভালো লেগেছে।

ঘোড়দৌড় প্রতিযোগীতার আয়োজক মো. ইদ্রিস শেখ বলেন, আধুনিকতার ছোয়ায় আমাদের দেশ থেকে ঐতিহ্যবাহী খেলাগুলো হারিয়ে যাচ্ছে। এসব খেলাগুলো ধরে রাখা উচিত।

এছাড়া যুব সমাজকে খারাপ কাজ থেকে বিরত রাখতে আগামীতে এসব খেলাগুলো ধরে রাখতে হবে। তার জন্য প্রয়োজন এমন আয়োজন।’

মন্তব্য

টাঙ্গাইলে ট্রাকচাপায় আনসার সদস্য নিহত

টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইল প্রতিনিধি
শেয়ার
টাঙ্গাইলে ট্রাকচাপায় আনসার সদস্য নিহত
সংগৃহীত ছবি

টাঙ্গাইলের দেলদুয়ারে ট্রাকচাপায় এক আনসার সদস্য নিহত হয়েছেন। আজ শুক্রবার (৪ এপ্রিল) ভোরে উপজেলা হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শফিউল্লাহ মিয়া (৪৭) উপজেলার মৌলভীপাড়া গ্রামের মরহুম হাবিবুল্লাহ মজনু মিয়ার ছেলে। তিনি কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের কমান্ডার (পিসি) হিসেবে কর্মরত ছিলেন।

আরো পড়ুন
ইউনূস-মোদি বৈঠক ফলপ্রসূ হয়েছে : প্রেসসচিব

ইউনূস-মোদি বৈঠক ফলপ্রসূ হয়েছে : প্রেসসচিব

 

দেলদুয়ার থানার ওসি শোয়েব আহমেদ বলেন, ‘ঈদের ছুটিতে বাড়ি এসেছিলেন শফিউল্লাহ। আজ শুক্রবার ভোরে তিনি নামাজ পড়ে হাঁটতে বের হন। একপর্যায়ে হাসপাতালের সামনে এলে মাটি বহনকারীর ড্রামট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।’

মন্তব্য

স্ত্রী-সন্তানের ওপর রাগ করে নিজবাড়িতে আগুন

নাটোর প্রতিনিধি
নাটোর প্রতিনিধি
শেয়ার
স্ত্রী-সন্তানের ওপর রাগ করে নিজবাড়িতে আগুন
ছবি: কালের কণ্ঠ

নাটোরের লালপুরে নেশাগ্রস্থ অবস্থায় স্ত্রী-সন্তানের ওপর রাগ করে নিজবাড়িতে আগুন লাগিয়ে দিয়েছেন আমিনুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তি। গতকাল বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাতে লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের মোহরকয়া ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আমিনুল ইসলাম নেশাগ্রস্ত। তিনি প্রায়ই নেশা করে বাড়ি ফেরায় পরিবারে অশান্তি লেগেই থাকত।

এ অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নেশা করে বাড়ি ফিরলে স্ত্রী ও সন্তানের সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তিনি মোটরসাইকেল থেকে পেট্রল বের করে নিজবাড়িতে আগুন ধরিয়ে দেন। এতে মুহূর্তের মধ্যে আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। এ সময় তার বাড়ির তিনটি ঘরে থাকা আসবাপত্রসহ সবকিছু পুড়ে যায়।

আরো পড়ুন
লাকসামে পুলিশ সদস্যসহ ৫ জনকে কুপিয়ে জখম

লাকসামে পুলিশ সদস্যসহ ৫ জনকে কুপিয়ে জখম

 

খবর পেয়ে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এলাকাবাসীর প্রচেষ্টায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

লালপুর থানার ওসি নাজমুল হক জানান, নেশাগ্রস্থ আমিনুল ইসলামকে থানায় জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ