<p style="text-align:justify">খেলাফত মজলিসের আমির ও হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক বলেছেন, ‘আমাদের সর্বপ্রথম জুলাই এবং আগস্ট বিপ্লবের অর্জনকে ধরে রাখতে হবে। কোনোভাবেই রাজপথে গড়ে ওঠা এই ঐক্যকে ফাটল ধরানো যাবে না, এই ঐক্যের মধ্যে কোনো বিভেদ তৈরি করা যাবে না। ফ্যাসিবাদী এবং বিদেশি প্রভুদের দালাল শক্তিকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার সুযোগ দেওয়া যাবে না।’</p> <p style="text-align:justify">আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারী) সন্ধ্যায় ভোলার লালমোহন উপজেলা অডিটরিয়ামে বাংলাদেশ খেলাফত মজলিস ভোলা জেলা দক্ষিণের আয়োজনে জনশক্তি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বিশ্ববিদ্যালয়ের প্যাডে শেখ হাসিনার নামে স্লোগান, কর্মকর্তা বরখাস্ত" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/16/1737036999-ed2efd39b1ce1b2cd8c32a41bed95e67.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বিশ্ববিদ্যালয়ের প্যাডে শেখ হাসিনার নামে স্লোগান, কর্মকর্তা বরখাস্ত</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/campus-online/2025/01/16/1469418" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">মামুনুল হক বলেন, ‘সংবিধানে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস তুলে দিয়ে ধর্মনিরপেক্ষতা বসানো হয়েছে। সেটিকে পরিবর্তন করে পুনরায় আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্বহাল করতে হবে। ধর্মনিরপেক্ষতা নয়াদিল্লি থেকে আমদানি করা হয়েছিল আবার সেটি নয়াদিল্লিকে ফেরত দিতে হবে। সংবিধানের মধ্যে একটি নতুন ধারা সংযুক্ত করা প্রস্তাব আমরা দিয়ে যাচ্ছি সেটির প্রতিফলন আমরা দেখতে চাই। সেটি হলো কুরআন-সুন্নাহবিরোধী, ইসলামী শরিয়াহবিরোধী কোনো আইন চলতে পারে না, কোনো নীতিমালা চলতে পারে না, সাংবিধানিকভাবে সেটি নিশ্চিত করতে হবে।’</p> <p style="text-align:justify">বাংলাদেশ খেলাফত মজলিস ভোলা জেলার যুগ্ম আহ্বায়ক মাওলানা মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন কেন্দ্রীয় অফিস ও প্রকাশনা সম্পাদক মাওলানা রাকিবুল ইসলাম, ভোলা জেলা দক্ষিণের সভাপতি মাওলানা মো. ওবাইদুল্লাহ মাদানী, ভোলা জেলা উত্তরের আহ্বায়ক মাওলানা মাকসুদুর রহমান, খেলাফত যুব মজলিসের সভাপতি মাওলানা সাখাওয়াতুল্লাহ আমিন, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস সভাপতি মোহাম্মদ শামউন যওক, উত্তরের সভাপতি মোহাম্মদ আব্দুল হালিম প্রমুখ।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="কাজ শেষে ইলিশ নিয়ে ফিরছিলেন বাড়ি, ট্রাক পিষে কেড়ে নিল প্রাণ" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/16/1737036524-519fa044ccc321dc18a710a3f254dc74.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>কাজ শেষে ইলিশ নিয়ে ফিরছিলেন বাড়ি, ট্রাক পিষে কেড়ে নিল প্রাণ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2025/01/16/1469416" target="_blank"> </a></div> </div>