<p style="text-align:justify">পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় দুই পথচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা থেকে ছেড়ে আসা রাজিব পরিবহনের একটি বাস পাথরঘাটা যাওয়ার পথে শঙ্করপাশা ইউনিয়নের মোল্লাবাড়ি স্টান্ডে থামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ওই দুই পথচারীকে চাপা দেয়। এ সময় লিটন মিস্ত্রী ও কালাম আকন নামের আরো দুজন আহত হন।</p> <p style="text-align:justify">স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মধ্যে দুজনকে মৃত ঘোষণা করেন। </p> <p style="text-align:justify">নিহতরা হলেন শঙ্করপাশা ইউনিয়নের কামাল কাজীর ছেলে মোহাম্মদ রিয়াজ কাজী (২০) ও পাড়েরহাট ইউনিয়নের আনোয়ার মাঝির ছেলে শাহিন মাঝি (৩০)। তারা সম্পর্কে শ্যালক-ভগ্নিপতি। </p> <p style="text-align:justify">এ ব্যাপারে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সোবহান বলেন, দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। রাজিব পরিবহন নামের গাড়িটি আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। </p> <p style="text-align:justify">তিনি আরো বলেন, ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে আছে। ড্রাইভার ও হেলপার পালিয়ে গেলেও তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। </p>