<p>রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের চর মজলিশপুর এলাকা। সেখানে পদ্মা নদীতে নৌকা নিয়ে জাল ফেলে মাছ শিকার করছিলেন জেলেরা। এ সময় তাদের জালে ধরা পড়ে বিশাল আকারের একটি বোয়াল মাছ। পরে বিক্রি করতে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় আনু খাঁর আড়তে মাছটি নেওয়া হয়। সেখানে বোয়াল মাছটি একনজর দেখতে উৎসুক মানুষের ভিড় জমে। সেখানে ১৫ কেজি ওজন মেপে ৩৭ হাজার ৫০০ টাকায় বোয়ালটি নিলামে বিক্রি করেন জেলে কালাম।</p> <p>আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল ৯টায় মাছটি শিকার করেন মানিকগঞ্জের হরিরামপুরের জেলে কালাম শেখ ও তার সঙ্গীরা।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="প্রধান উপদেষ্টার সংলাপে যাচ্ছে না সিপিবি" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/16/1737023989-bd55eb518086becb471ae41d85b17b4a.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>প্রধান উপদেষ্টার সংলাপে যাচ্ছে না সিপিবি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Politics/2025/01/16/1469337" target="_blank"> </a></div> </div> <p>মাছটির ক্রেতা দৌলতদিয়া ঘাটের মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা বলেন, ‘পদ্মা নদীর বড় বোয়াল মাছের প্রচুর চাহিদা রয়েছে। তাই জেলে কালাম শেখের কাছ থেকে দুই হাজার ৫০০ টাকা কেজি দরে তাজা বোয়ালটি আমি কিনেছি। কেনার পর ৫ নম্বর ফেরিঘাটের পন্টুনের সঙ্গে রশি দিয়ে বেঁধে নদীর পানিতে মাছটি জিইয়ে রেখেছি। বিক্রির জন্য শৌখিন মাছ ক্রেতাদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা চালাচ্ছি। ক্রেতা পেলে সামান্য লাভ রেখে বোয়াল মাছটি আমি বিক্রি করব।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="গর্দান ও তলোয়ার দুটো একসঙ্গে থাকতে পারে না : হাসনাত" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/16/1737019464-bb0539e38a0bbccfd78c345448c2f33e.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>গর্দান ও তলোয়ার দুটো একসঙ্গে থাকতে পারে না : হাসনাত</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2025/01/16/1469312" target="_blank"> </a></div> </div> <p>জেলে কালাম শেখ বলেন, ‘আমার জালে ধরা ওই বোয়াল মাছটি ভালো দামে বিক্রি করতে পেরে আমি খুব খুশি। গোয়ালন্দে পদ্মা নদীতে আগের মতো এখন আর ইলিশ পাওয়া যায় না। তবে বাঘাইড়, বোয়াল, চিতলসহ বিভিন্ন প্রজাতির বড় বড় মাছ প্রায়ই ধরা পড়ছে।’</p>