<p style="text-align:justify">বিসিএসের মৌখিক পরীক্ষার স্বচ্ছতার জন্য নেটওয়ার্কবিহীন একটি ভবন করার প্রস্তাব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে ‘বাংলাদেশ সরকারি কর্ম কমিশন : অংশীজনের ভাবনা’ শিরোনামে বিভিন্ন পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে কমিশন সচিবালয়ে এক কর্মশালায় এমন প্রস্তাব দেওয়া হয়।</p> <p style="text-align:justify">এতে প্রধান অতিথি ছিলেন সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম। কর্মশালায় বিসিএস পরীক্ষা সম্পর্কে নিজেদের বক্তব্য তুলে ধরেন বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।</p> <p style="text-align:justify">তারা বলেন, ‘মৌখিক পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখার জন্য নেটওয়ার্কবিহীন একটি ভবন করা যেতে পারে। যেখানে শুধু মৌখিক পরীক্ষা গ্রহণকারী ব্যক্তিরা ও পরীক্ষার্থীরা অবস্থান করবেন। ফলে কোনো স্বজনপ্রীতি বা সুপারিশ করার কোনো সুযোগ থাকবে না।’</p> <p style="text-align:justify">মৌখিক পরীক্ষায় যেন কোনো ধরনের অনিয়মের ঘটনা না ঘটে, সে জন্য সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন শিক্ষার্থীরা। পিএসসির সব পরীক্ষায় অংশগ্রহণে যোগ্য শিক্ষার্থীদের ইউনিক আইডি দেওয়ারও দাবি করেন তারা।</p> <p style="text-align:justify">জবাবে অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম বলেন, ‘এরই মধ্যে আমরা পদক্ষেপ গ্রহণ করেছি। এ ছাড়া যোগ্য ও উপযুক্ত কর্মকর্তা নিয়োগে শিক্ষার্থীরা কেমন কর্ম কমিশন চায়, তাদের মতামতের আলোকে স্বপ্নের কর্ম কমিশন গড়ে তোলা হবে।’</p>