<p>দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের শহর লস অ্যাঞ্জেলেস। এক সপ্তাহের বেশি সময় ধরে চলা এই দাবানলে ইতোমধ্যে ধ্বংস হয়ে গেছে ১২ হাজারের বেশি অবকাঠামো। ঝুকিতে রয়েছে আরো ৫৭ হাজার। এরই মধ্যে মারা গেছেন ২৫ জনের অধিক মানুষ। বাড়ি ছাড়তে হয়েছে লাখো মানুষকে। ফলে অলিম্পিকের আয়োজক এই শহরটি নিরাপদ ও সফলভাবে গেমস আয়োজন করতে পারবে কি না তা নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে।</p> <p>লস অ্যাঞ্জেলেসেই অনুষ্ঠিত হওয়ার কথা ২০২৮ অলিম্পিক গেমস। এখনো বাকি আছে তিনি বছরের অধিক সময়। তবে চলমান দাবানলে শহরটির যে ক্ষতি হয়েছে, তাতে প্রশ্ন উঠছে ‘দ্য গ্রেটেস্ট শো অন্য আর্থে’র জন্য অনুকূল শহরটি? </p> <p>যদিও বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, অলিম্পিক গেমসের ৮০টির বেশি ভেন্যুর কোনোটিই দাবানলের কারণে এখনো সরাসরি ক্ষতিগ্রস্ত হয়নি। বিশেষজ্ঞরা বলছেন, দাবানলের কারণে চ্যালেঞ্জের মুখে পড়বে লস অ্যাঞ্জেলেস অলিম্পিক গেমসের প্রস্তুতি।</p> <p>প্যারিসের স্কিমা বিজনেস স্কুলের ক্রীড়া ও ভূরাজনৈতিক অর্থনীতির অধ্যাপক সাইমন চ্যাডউইক ব্রিটিশ দৈনিক দ্য আইপেপারকে বলেন, ‘পরিস্থিতি স্পষ্টভাবে গুরুতর। উল্লেখযোগ্য জলবায়ু পরিবর্তনের সম্ভাবনা বিবেচনা করলে, আপনাকে ভাবতে হবে যে বর্তমান পরিস্থিতি হয়তো আবারও ঘটতে পারে, সম্ভবত গেমস চলাকালীনও।’</p> <p><img alt="1" height="600" src="https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/online/2025/01/16/my1198/sdasfsdgh.jpg" width="1000" /></p> <p>২০২৮ অলিম্পিক গেমসের ভেন্যু বদলের ফেলতে পরামর্শও দিয়েছেন কেউ কেউ। মিডিয়া ব্যক্তিত্ব চার্লি কার্ক এক এক্স বার্তায় টার্নিং পয়েন্ট ইউএসএ’র এই প্রতিষ্ঠাতা ও সিইও বলেছেন, লস অ্যাঞ্জেলেসে অলিম্পিক বাতিল করে এটি ডালাস বা মায়ামিতে স্থানান্তর করা হোক। চলচ্চিত্রনির্মাতা ও লেখক জাস্টিন বেটমানও লস অ্যাঞ্জেলেস ২০২৮ অলিম্পিকের জন্য প্রস্তুত হতে পারবে না লিখে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বলেছেন।</p> <p>এদিকে ক্যালিফোর্নিয়া গভর্নর গ্যাভিন নিউজকম লস অ্যাঞ্জেলেসে অলিম্পিক আয়োজনের বিষয়ে দৃঢ়ভাবে আত্মবিশ্বাসী। এনবিসি নিউজের ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রে এবং লস অ্যাঞ্জেলেসে অলিম্পিক গেমস আয়োজন স্বত্ব বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহযোগিতা করেছিলেন। বর্তমান পরিস্থিতি তার জন্য, রাষ্ট্রের জন্য, ক্যালিফোর্নিয়ার জন্য এবং এখানকার মানুষের জন্য নিজেদের বৈশিষ্ট্য তুলে ধরার সুযোগ করে দিয়েছে।’</p> <p>প্রসঙ্গত, লস অ্যাঞ্জেলেস এর আগে সফলভাবে দুটি অলিম্পিক আয়োজন করেছে। ১৯৩২ এবং ১৯৮৪ সালে অলিম্পিক আয়োজন করা হয়েছিল লস অ্যাঞ্জেলসে।</p>