<p style="text-align:justify">লালমনিরহাটের কালীগঞ্জে চাঁদার টাকার জন্য সিএনজি আটকিয়ে খাদিজা নামের এক ফিলিপাইনের নাগরিক ও তার স্বামী-শাশুড়িকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন শ্রমিক নেতার বিরুদ্ধে। তবে জড়িতদের নাম পরিচয় জানা যায়নি। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করলেও এখন পর্যন্ত জড়িতদের বিরুদ্ধে তেমন কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ।</p> <p style="text-align:justify">বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী ওই ফিলিপাইন নাগরিকের স্বামী ইঞ্জিনিয়ার রেদাওয়ানুর রহমান। এর আগে বুধবার বিকেলে উপজেলার কাকিনা বাজার এলাকায় ঘটনাটি ঘটে।</p> <p style="text-align:justify">লাঞ্ছিতের স্বীকার ওই ফিলিপাইন নাগরিক খাদিজা জেলার হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা এলাকার বাসিন্দা প্রবাসী রেদাওয়ানুর রহমানের (২৮) স্ত্রী।</p> <p style="text-align:justify">অভিযোগসূত্রে জানা যায়, ২০২৪ সালের ৩১ ডিসেম্বর ফিলিপাইন নাগরিক খাদিজাকে নিয়ে প্রথমবারের মতো দেশের বাড়ি আসেন প্রবাসী ইঞ্জিনিয়ার রেদাওয়ানুর রহমান। গত ১৩ জানুয়ারি মা হামিদা বেগমের চিকিৎসার জন্য রংপুরে যান তারা। চিকিৎসা শেষে অসুস্থ মাকে নিয়ে বুধবার বিকেলে সিএনজিযোগে বাড়ি ফিরছিলেন ফিলিপাইন নাগরিক খাদিজা ও স্বামী রেদাওনুর রহমান। </p> <p style="text-align:justify">পথিমধ্যে কাকিনা বাজার এলাকায় আসলে কয়েকজন শ্রমিক নেতা তাদের সিএনজি পথরোধ করে চাঁদা দাবি করেন। এ নিয়ে তাৎক্ষণিক প্রতিবাদ করলে ইঞ্জিনিয়ার রেদাওয়ানুর, তার অসুস্থ মা ও স্ত্রীকে লাঞ্ছিত করেন তারা। এক পর্যায়ে সিএনজি চালককে মারধর করেন অভিযুক্তরা। পরে স্থানীয়রা এসে প্রতিবাদ করলে সটকে পড়েন তারা।  </p> <p style="text-align:justify">এ বিষয়ে প্রবাসী ইঞ্জিনিয়ার রেদাওয়ানুর রহমান বলেন, অসুস্থ মায়ের চিকিৎসা শেষে ফিলিপাইন নাগরিক স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরছিলাম। পথিমধ্যে কয়েকজন লোক এসে সিএনজি আটক করে টাকা দাবি করেন। আমি তার প্রতিবাদ জানাই। তখন তারা ক্ষিপ্ত হয়ে আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করেন। অসুস্থ মায়ের কথা বলেও তাদের কাছ থেকে রেহাই মেলেনি। </p> <p style="text-align:justify">তিনি বলেন, আমি থানায় অভিযোগ করেছি। তবে এখন অবধি এ ঘটনায় কোনো ব্যবস্থা নিতে চোখে পড়েনি। আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে তাদের বিচার দাবি করছি।</p> <p style="text-align:justify">ভুক্তভোগী রেদাওয়ানুরের মা হামিদা বেগম বলেন, ‘লোকগুলো সিএনজি আটক করেই বাজে ব্যবহার শুরু করে। আমার ছেলে তাদের অনুরোধ করেছে যে আমার মা অসুস্থ, তবুও তারা একটু দয়া করেনি। উল্টো আমার ছেলে ওপর চড়াও হয় এবং সিএনজি চালককে মারধর শুরু করে।’</p> <p style="text-align:justify">এ বিষয়ে ফিলিপাইন নাগরিক খাদিজা বলেন, ‘আমি প্রথমবারের মতো আমার স্বামীর জন্মভূমি বাংলাদেশে এসেছি। কিন্তু এসেই যা পেলাম তাতে আর এদেশে আসার আর কোনো ইচ্ছে নেই। ঘটনার সময় যা হয়েছে, তা অত্যন্ত দুঃখজনক।’</p> <p style="text-align:justify">কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মালিক বলেন, ‘অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’</p> <p style="text-align:justify">লালমনিরহাট জেলা পুলিশ সুপার তরিকুল ইসলাম বলেন, ‘বিষয়টি শোনার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল।’</p>