<p>দশ ট্রাক অস্ত্র মামলায় উচ্চ আদালত থেকে খালাস পেয়ে কারামুক্ত হয়েছেন চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) সাবেক মহাব্যবস্থাপক (প্রশাসন) কে এম এনামুল হক। </p> <p>বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেল ৩টা ১০ মিনিটে তিনি চট্টগ্রাম কারাগার থেকে মুক্তি পেয়েছেন। তার কারাগার থেকে মুক্তি পাওয়ার বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম কারাগারের সিনিয়র জেল সুপার মো. ইকবাল হোসেন। </p> <p>তিনি বলেন, ‘দশ ট্রাক অস্ত্র মামলার আসামি চট্টগ্রাম কারাগার থেকে মুক্তি পেয়েছেন। উচ্চ আদালত থেকে তার খালাসপ্রাপ্তির রায় আমাদের হাতে পৌঁছেছে। যাচাই বাছাই ও সব প্রক্রিয়া শেষ করে বিকেল ৩টা ১০ মিনিটে তিনি কারাগার থেকে মুক্তি পেয়েছেন।’</p> <p>২০০৪ সালের ১ এপ্রিল সিইউএফএল ঘাট থেকে ১০ ট্রাকভর্তি অস্ত্রের চালান আটক হয়েছিল। এই ঘটনায় কর্ণফুলী থানায় অস্ত্র আইন ও বিশেষ ক্ষমতা আইনে দুটি মামলা করা হয়। ২০১৪ সালের ৩০ জানুয়ারি দশ ট্রাক অস্ত্র আটক সংক্রান্ত দুটি মামলার মধ্যে চোরাচালান মামলায় (বিশেষ ক্ষমতা আইনে) সাবেক শিল্পমন্ত্রী ও জামায়াতের আমির মতিউর রহমান নিজামী (ফাঁসির দণ্ড কার্যকর), সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়া, সিইউএফএলের সাবেক মহাব্যবস্থাপক (প্রশাসন) কে এম এনামুল হকসসহ ১৪ আসামিকে মৃত্যুদণ্ড দেন চট্টগ্রামের স্পেশাল ট্রাইব্যুনাল-১-এর বিচারক এস এম মজিবুর রহমানের আদালত। অস্ত্র আইনে করা অন্য মামলায় যাবজ্জীবন কারাদণ্ডাদেশ পেয়েছেন একই আসামিরা।</p> <p>এরপর নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে আসিমরা উচ্চ আদালতে আপিল করেন। গত বছরের ১৮ ডিসম্বের চোরাচালানা মামলায় কে এম এনামুল হকসহ ছয়জন আসামি উচ্চ আদালতের আদেশে খালাস পান। অস্ত্র আইনের করা মামলায় গত ১৪ জানুয়ারি যাবজ্জীবন কারাদণ্ড থেকে বাবর এনামুলসহ ছয়জন খালাস পান।</p>