<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">টেন্ডার বা বন বিভাগের পরামর্শ ছাড়াই চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা পরিষদ চত্বরের সরকারি কয়েকটি গাছ কাটার অভিযোগ উঠেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ মহলের বিরুদ্ধে। উপজেলা পরিষদের প্রধান ফটকের সম্মুখে উপজেলা প্রকৌশলী কার্যালয়ের সামনে থাকা দুটি ক্রিসমাসট্রিসহ কয়েকটি ফুলের গাছ গত মঙ্গলবার কাটা হয় বলে জানা গেছে। জানা গেছে, উপজেলা পরিষদের সম্মুখে দুটি বড় ক্রিসমাসট্রি ছিল। উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ মহল কোনো প্রকার নিয়ম-নীতির তোয়াক্কা না করে গাছ দুটি কেটে ফেলেছেন। ইউএনও মমতাজ মহল গাছ কাটার বিষয়টি স্বীকার করে বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ওখানে ফুলের গাছ ছিল, যেগুলো অকেজো হয়েছিল। তাই সেগুলো অপসারণ করে নতুন করে বাগান করা হবে। ওখান থেকে কোনো কাঠজাতীয় গাছ কাটা হয়নি।</span></span></span></span></span></p>