<p>ভাঙ্গায় বাসের ধাক্কায় এক মোটরসাইকেলচালকের (৩০) ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যা পৌনে ৬টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের মালিগ্রাম এলাকার কলাতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।  </p> <p>শিবচর হাইওয়ে থানা সূত্রে জানা যায়, ঢাকা থেকে নড়াইলগামী নড়াইল এক্সপ্রেস নামক একটি বাস একটি মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেলটি সড়কে দুমড়ে মুচড়ে যায়। মোটরসাইকেলচালক রাস্তার ওপর ছিটকে পড়ে ঘটনাস্থলে মারা যায়। স্থানীয়রা বাসটি আটক করে। চালক পালিয়ে যায়।</p> <p>শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত মোটরসাইকেলচালকের মরদেহ শিবচর হাইওয়ে থানা পুলিশ উদ্ধার করেছে। নিহত ব্যক্তির পরিচয় এখনো পাওয়া যায়নি। বাসটি আটক করা হয়েছে। মোটরসাইকেলে চালক একাই ছিলেন।</p>