<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দেশের লাইফ লাইন খ্যাত ব্যস্ততম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবাধে চলছে নিষিদ্ধ থ্রি-হুইলার। দ্রুতগতির যানবাহনের সঙ্গে পাল্লা দিয়ে দিনরাত সমান তালে চলছে ব্যাটারিচালিত রিকশা, সিএনজিচালিত অটোরিকশা ও নছিমন। এতে যেকোনো মুহূর্তে মহাসড়কের কুমিল্লা অংশে বড় ধরনের দুর্ঘটনার শঙ্কা বিরাজ করছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মহাসড়কে চলাচলরত থ্রি-হুইলারকে সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ চিহ্নিত করে আইন প্রণয়নের মধ্য দিয়ে স্থায়ীভাবে মহাসড়কে এর চলাচল নিষিদ্ধ করা হয়। এই নিষেধাজ্ঞায় প্রশাসনের কঠোর নজরদারিতে মহাসড়কে থ্রি-হুইলার চলাচল প্রায় বন্ধ ছিল আট বছর। জুলাই বিপ্লবে আওয়ামী লীগ সরকার পতনের সঙ্গে সঙ্গে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর তৎপরতাও যেন স্থবির হয়ে পড়েছে! টানা প্রায় পাঁচ মাস মহাসড়কে জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশ প্রশাসনের তৎপরতা তেমন চোখে পড়েনি। এই সুযোগে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পুলিশের চোখের সামনেই অবাধে চলছে নিষিদ্ধ থ্রি-হুইলার। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) দেওয়ান কৌশিক বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দীর্ঘদিন আমাদের অভিযান বন্ধ ছিল। সম্প্রতি আমরা অভিযানে নামার পর আমাদের ওপর চড়াও হচ্ছেন চালকরা।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">হাইওয়ে পুলিশ ময়নামতি ক্রসিং থানার ওসি ইকবাল বাহার মজুমদার বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমাদের অভিযান চলছে। কিন্তু কোনোভাবেই থ্রি-হুইলার চলাচল বন্ধ করা যাচ্ছে না। এখন অভিযানে মামলা দিতে গেলে বা থ্রি-হুইলার আটক করতে গেলেও পুলিশের সঙ্গে উগ্রতা দেখান চালকরা। রিকশা বা থ্রি-হুইলারের চালকরা আইন অমান্য করছেন, কিন্তু আমরা অভিযান পরিচালনা করলে পুলিশ নাকি বাড়াবাড়ি করছে, এমন কথাও শুনতে হচ্ছে আমাদের। এর পরও আমাদের অভিযান অব্যাহত আছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></span></p>