<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাজধানীর বংশালে নিষিদ্ধঘোষিত পলিথিন বাজারে সরবরাহ করার সময় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার সন্ধ্যায় বংশালে আসিয়ান প্যালেসের সামনে থাকা চেকপোস্ট থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন আনম ফখরুল ইসলাম, মো. হাবিবুর রহমান, এনামুল হক, মো. আজিজুল ইসলাম ও মো. জাকির সরদার।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>