<p>বন্যায় রাজধানী রিয়াদ, পবিত্র মক্কা, মদিনাসহ বিভিন্ন অঞ্চল বিপর্যস্ত হয়ে পড়েছে। সৃষ্ট বন্যার পানিতে গাড়ি ভেসে যাওয়ার পর চার বন্ধু ডুবে মারা গেছেন। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম গালফ নিউজ এ তথ্য জানিয়েছে।</p> <p>এর আগে সৌদির সিভিল ডিফেন্স সার্ভিস ও রেড ক্রিসেন্ট জানিয়েছে, বাসিন্দাদের ঝুঁকিপূর্ণ স্থানে বিশেষ করে সতর্কতা জারি থাকা এলাকায় না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যাচ্ছে, মক্কা-মদিনার রাস্তাঘাট প্লাবিত হয়েছে, গাড়ি ভেসে যাচ্ছে ও ভবন ডুবে যাচ্ছে। এ ছাড়া উপত্যকা ও নিচু এলাকাগুলোতে পানি জমে আছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="যুক্তরাষ্ট্রে দাবানল থামেনি, উদ্বিগ্ন বাইডেন" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/10/1736493955-d82319912041449cd31bdb7e7569d171.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>যুক্তরাষ্ট্রে দাবানল থামেনি, উদ্বিগ্ন বাইডেন</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/world/2025/01/10/1467122" target="_blank"> </a></div> </div> <p> প্রতিবেদনে আরো বলা হয়েছে, ঘটনার সময় মাগরিবের নামাজ আদায় করে গাড়িতে করে একটি বিশ্রামাগারে ফিরছিলেন তারা, কিন্তু যাওয়ার পথে এই মর্মান্তিক ঘটনা ঘটে। রাস্তায় চলার সময়, মক্কার দক্ষিণে ওয়াদি আরনাতে বন্যা দেখে তারা অবাক হয়েছিলেন। তারা ভেবেছিলেন যে গাড়িটি পানির মধ্য দিয়ে যেতে পারবে। তবে ঢেউ এত বেশি ছিল যে গাড়িটি ডুবে যায়। এই তথ্য জানিয়েছেন, নিহতদের একজন আত্মীয় আবদুল্লাহ আল জাহরানি।</p> <p>আল জাহরানি বলেন, আমাদের আবহাওয়া কেন্দ্রের সতর্ক বার্তা বিবেচনায় নেওয়া উচিত ছিল। আমরা হয়তো কম পরিমাণে পানি দেখতে পাচ্ছি, কিন্তু সেটি অনেক বিপজ্জনক হতে পারে। সৌদি আরবের সিভিল ডিফেন্স সার্ভিস ও রেড ক্রিসেন্ট জানিয়েছে, বন্যায় আটকে পড়াদের উদ্ধারের যাবতীয় প্রস্তুতি তাদের রয়েছে। </p>