<p>গোপালগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো এক শিক্ষার্থী।</p> <p>নিহতরা হলেন- মোটরসাইকেলচালক ইছাখালী দক্ষিণপাড়া গ্রামের পলাশ শেখের ছেলে মারুফ শেখ (১৪) ও একই গ্রামের বুলবুল ফকিরের ছেলে বাঁধন ফকির (১৪)। নিহত মারুফ শেখ জালালাবাদ ইউনিয়নের পাঁচুরিয়া আলিয়া মাদরাসা এবং বাঁধন ফকির খালিয়া ইউনাইটেড একাডেমির নবম শ্রেণির ছাত্র।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সরকারি চাকরীজীবীদের সুখবর দিলেন সিনিয়র সচিব" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/10/1736492247-a992f07d19721dbf74df68c1ed4e7c56.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সরকারি চাকরিজীবীদের সুখবর দিলেন সিনিয়র সচিব</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2025/01/10/1467118" target="_blank"> </a></div> </div> <p>প্রত্যক্ষদর্শীরা জানান, আজ শুক্রবার (১০ জানুয়ারি) সকাল ১০টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর-খোলঘাট আঞ্চলিক সড়কের দুর্গাপুর নামক স্থানে একই মোটরসাইকেলযোগে যাচ্ছিলেন তিন বন্ধু। খালিয়া থেকে দুর্গাপুর বাজার যাওয়ার পথে মোটরসাইকেলের অতিরিক্ত গতি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে তিনজনই গুরুতর আহত হন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="আ. লীগ নেতার সঙ্গে হাসনাতের গোপন বৈঠক দাবির ফটোকার্ড প্রচার, যা জানা গেল" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/10/1736490837-d910c0bfa749cd12cea822ced3c1f8b7.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>আ. লীগ নেতার সঙ্গে হাসনাতের গোপন বৈঠক দাবির ফটোকার্ড প্রচার, যা জানা গেল</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2025/01/10/1467113" target="_blank"> </a></div> </div> <p>স্থানীয়রা তাদের মারাত্মক আহত অবস্থায় গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে এলে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. বিচিত্র কুমার বিশ্বাস মারুফ শেখ ও বুলবুল ফকিরকে মৃত ঘোষণা করেন। অপর আহতের পরিচয় এখনো জানা যায়নি। তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।</p>