<p>কুমিল্লার লাকসামে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের ধাক্কায় দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো একজন। </p> <p>বৃহস্পতিবার (৯ জানুয়ারি) মধ্যরাতে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম উপজেলার ভৈশকপালিয়া এলাকায় এ ঘটনা ঘটে।</p> <p>শুক্রবার সকালে লাকসাম ক্রসিং (লালমাই) হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত ও আহত সবাই মোটরসাইকেল আরোহী বলে জানিয়েছেন তিনি।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="লাকসামে নারীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যা" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/11/03/1730653558-7b6fbd4c592d356e087a0f1053751007.png" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>লাকসামে নারীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/03/1442424" target="_blank"> </a></div> </div> <p>নিহতরা হলেন— উপজেলার গুনতি এলাকার তাবারক উল্লাহ (৪২) ও উত্তরকুল এলাকার বাসিন্দা মাসুদ আলম (২৮)।</p> <p>পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ১২টার দিকে মাহফিল থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন তারা। ফেরার পথে মহাসড়কের ভৈশকপালিয়া এলাকায় মোটরসাইকেলের সঙ্গে নোয়াখালীগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী  নিহত হন। অন্য একজনকে স্থানীয়রা উদ্ধার করে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="কুমিল্লা সীমান্তে ভারতীয় নাগরিক আটক" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/08/1736329275-3faedfa965a5ff173a3968ed6764fc38.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>কুমিল্লা সীমান্তে ভারতীয় নাগরিক আটক</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2025/01/08/1466455" target="_blank"> </a></div> </div> <p>ওসি মোবারক হোসেন ভূঁইয়া বলেন, বৃহস্পতিবার দিবাগত রাতে প্রচণ্ড কুয়াশা ছিল। ধারণা করা হচ্ছে, কুয়াশার মধ্যে মোটরসাইকেল ও ট্রাক দুটি যানবাহনই দ্রুতগতিতে ছিল। এ কারণেই এই সংঘর্ষ ও প্রাণহানির ঘটনা ঘটেছে। ঘাতক ট্রাকটিকে আটক করে রাখা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছেন। </p>