<p>ক্যালিফোর্নিয়ার দাবানল জ্বলছেই। কংগ্রেসের সাহায্য চাইলেন জো বাইডেন। রোম ও ভ্যাটিকান সফরও বাতিল করেছেন তিনি।<br /> লস অ্যাঞ্জেলেসে দাবানলের আগুনে পুড়ে মৃতের সংখ্যা বেড়ে হলো সাত জন। স্থানীয় সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, আগেই পাঁচজন মারা গেছিলেন। আরো দুইজনের মৃত্যু হয়েছে।</p> <p>প্রচুর বাড়িসহ ১০ হাজারের বেশি কাঠামো আগুনে পুড়ে গেছে। সবচেয়ে বেশি কাঠামো পুড়েছে প্যালিসেডে। সেখানে প্রচুর বাড়িসহ পাঁচ হাজার তিনশ কাঠামো হয় পুরোপুরি বা আংশিকভাবে পুড়ে গেছে। ইটনে পুড়েছে পাঁচ হাজার কাঠামো। এনএফএলের ম্যাচ সরলো</p> <p>দাবানলের কারণে এনএফএলের ম্যাচ লস অ্যাঞ্জেলেস থেকে সরিয়ে দেয়া হয়েছে। এখন সেই ম্যাচ অ্যারিজোনাতে হবে। সোমবার রাতে গ্লেনডেলে স্টেট ফার্ম স্টেডিয়ামে এই ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু দাবানল তার কাছাকাছি পৌঁছে গেছে। তাই মানুষের সুরক্ষার কথা ভেবে ম্যাচ সরিয়ে দেয়া হয়েছে বলে জানানো হয়েছে।</p> <p><strong>বাইডেন যা বলেছেন</strong></p> <p>মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, ক্যালিফোর্নিয়ার ইতিহাসে এমন ভয়ংকর দাবানল আগে কখনো হয়নি। তিনি জানিয়েছেন, জাতীয় তহবিল থেকে ক্যালিফোর্নিয়াকে আরো অর্থ দেয়া হবে, যাতে তারা দাবানলের মোকিবিলা করতে পারে এবং পুনর্গঠনের কাজ করতে পারে।</p> <p>বাইডেন হোয়াইট হাউসে প্রশাসকদের নিয়ে বিশেষ বৈঠক ডেকেছিলেন। তারপর তিনি জানান, সবচেয়ে ভয়ংকর দাবানলের কবলে পড়েছে ক্যালিফোর্নিয়া। তিনি জানিয়েছেন, পরিস্থিতির মোকাবিলায় ক্যালিফোর্নিয়াকে যাতে বিশেষ সাহায্য দেয়া যায়, সেজন্য তিনি মার্কিন কংগ্রেসের সদস্যদের কাছে বিশেষ আবেদন জানাচ্ছেন। দাবানলের বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য করার জন্য কংগ্রেসকেও অনুরোধ করেছেন তিনি।</p> <p><strong>বিদেশ সফর বাতিল</strong></p> <p>প্রেসিডেন্ট হিসাবে তর শেষ বিদেশ সফর হিসেবে রোম ও ভ্যাটিকান যাওয়ার কথা ছিল বাইডেনের। কিন্তু দাবানল-পরিস্থিতির দিকে নজর রাখার জন্য সেই সফর বাতিল করেছেন বাইডেন। ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসও তার শেষ বিদেশ সফরে সিঙ্গাপুর, বাহারিন ও জার্মানিতে যাচ্ছিলেন। কিন্তু দাবানলের কারণে তিনিও সেই সফর বাতিল করেছেন।</p> <p>ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম বলেছেন, সাড়ে সাত হাজার দমকলকর্মী আগুন নেভাবার কাজ করছেন। এক হাজার ১৬২টি দমকল ইঞ্জিন সেখানে আছে। ৩১টি হেলিকপ্টার এবং ছয়টি এয়ার ট্যাংকার আগুন নেভানোর চেষ্টা করছে। এয়ার ট্যাংকার থেকে হাজার হাজার গ্যালন পানি ফেলা হচ্ছে। </p> <p>গভর্নর বলেছেন,  প্রশাসনের পক্ষ থেকে জাতীয়, স্থানীয় এবং রাজ্যের বাইরের থেকে সাহায্য চাওয়া হয়েছে। দমকলের তরফ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার হলিউড হিলসের ভয়ংকর দাবানল কিছুটা নিয়ন্ত্রণ করা গেছে। তবে পূর্ব ও পশ্চিম দিকের দুইটি দাবানল লস অ্যাঞ্জেলেসের কাছে বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে।</p> <p>আগুনে পুড়ে মাটির সঙ্গে মিশে যাচ্ছে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বহুমূল্যের বাড়ি-ঘর ও গাড়ি। এরই মধ্যে ৫০ বিলিয়ন ডলারের সম্পদের ক্ষতি হয়েছে। এই দাবানলের ধ্বংসযজ্ঞের ভয়াবহতা সম্পর্কে বলতে গিয়ে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস কাউন্টির শেরিফ রবার্ট লুনা বলেছেন, ‘মনে হচ্ছে এই এলাকাগুলোয় একটি পারমাণবিক বোমা ফেলা হয়েছে।’ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।</p> <p>তিনি বলেন, ‘দাবানলে মারাত্মক ক্ষতিগ্রস্ত অনেকগুলো এলাকায় পৌঁছানোটা এখনো অনিরাপদ। এর পরিপ্রেক্ষিতে দাবানলে মানুষের প্রাণহানির সংখ্যা বাড়তে পারে। দাবানলে মৃত মানুষের সংখ্যা এখন পর্যন্ত পাঁচজনই আছে। তবে মৃত মানুষের এ সংখ্যা নিশ্চিতভাবেই পরিবর্তিত হবে।’</p> <p>এদিকে ব্লুমবার্গের এক প্রতিবেদন বলছে, এই দাবানল থেকে পাঁচ হাজার ৭০০ কোটি মার্কিন ডলারের ক্ষতি হতে পারে।  যা মার্কিন ইতিহাসের অন্যতম বড় অর্থনৈতিক বিপর্যয় হিসেবে বিবেচিত হতে পারে। পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলো আরো কার্যকর পদক্ষেপ নেওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।</p> <p>ফায়ার সার্ভিস বলছে, ছয়টি আলাদা দাবানল ছড়িয়ে পড়েছে। এদের মধ্যে তিনটি নিয়ন্ত্রণের পুরোপুরি বাইরে চলে গেছে। প্রাণে বাঁচতে লস অ্যাঞ্জেলেসের ১ লাখ ৭৯ হাজারের বেশি বাসিন্দাকে নিরাপদে সরে যেতে বলা হয়েছে। বিভিন্ন এলাকায় গড়ে তোলা হয়েছে আশ্রয়কেন্দ্র। বৃহস্পতিবার পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রয়োজনে সময় আরও বাড়ানো হতে পারে।</p> <p>সূত্র ; ডয়চে ভেলে</p>