<p>ঘরের ছেলে ঘরে ফিরে দারুণ এক ইনিংস উপহার দিয়েছেন চট্টগ্রামবাসীকে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে তামিম ইকবালের (৬১) দুর্দান্ত ফিফটিতে জয়েও ফিরেছে ফরচুন বরিশাল।</p> <p>আজ শুধু ঘরের সমর্থকদের বিনোদন দেননি তামিম, বিশেষ একজনকেও খুশি করেছেন তিনি। আর সেই বিশেষ একজন হচ্ছেন নিজের পুত্র আরহাম ইকবাল খান। গ্যালারিতে বসে বাবার ব্যাটিং উপভোগ করেছেন তিনি। ম্যাচ চলাকালীন সময় সম্প্রচার মাধ্যমের সঙ্গে কথাও বলতে দেখা গেছে আরহামকে।</p> <p>বাবার খেলা দেখতেই ঢাকা থেকে চট্টগ্রাম এসেছেন বলে জানিয়েছেন তামিম। ৩৫ বছর বয়সী ব্যাটার বলেছেন, ‘তা তো আমি দেখছিলাম না যে ছেলে কথা বলছে। তবে জানতাম ও এখানে আছে, ঢাকা থেকে এসেছে এই খেলা দেখার জন্য। ও ভালো একটা খেলা দেখতে পেরেছে তাই খুশি।’</p> <p>তবে জয় পাওয়ার পরও বরিশালের অধিনায়কের কণ্ঠে আক্ষেপ। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ৮ উইকেটের জয়ের ম্যাচটি আরো আগে শেষ করে দেওয়া উচিত ছিল বলে মনে করেছেন তামিম। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে তেমনটিই জানিয়েছেন তিনি। বাংলাদেশের সাবেক বাঁহাতি ওপেনার বলেছেন, ‘আমার কাছে মনে হয় আমাদের মাঝে আরেকটু দ্রুত খেলা দরকার ছিল। তাহলে হয়তো বা ১৪ ওভারের মধ্যে যদি শেষ করতে পারতাম, আমাদের হাতে উইকেট ছিল। আমার কাছে মনে হয় এই একটা ট্রিক আমরা মিস করেছি। বাকিটা বলতে গেলে ব্যাটিংটা ঠিক আছে।’</p> <p>আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানায় বিসিবির দায়িত্বে দেখা যাবে কি না, এমন প্রশ্নের জবাবে ম্যাচসেরা তামিম বলেছেন, ‘এ মুহূর্তে নেই বলার মতো অবস্থায়। এখন তো অবসরে। লিজেন্ডস লিগের জন্যও কোয়ালিফাই করব। আমি চেষ্টা করব যত দিন খেলা যায়। প্রিমিয়ার লিগ সময়মতো হলে ওটা খেলব। যদি ফিট থাকি বিপিএল খেলব। যতটুক পারি খেলতে থাকব। আমার ফোকাস এখন খেলা নিয়ে। সামনে অনেক টুর্নামেন্ট আছে।’</p>