<p>আন্তর্জাতিক ক্যারিয়ারের এখনো এক বছর পূর্ণ হয়নি নাহিদ রানার। আসছে মার্চে এক বছর পূর্ণ হবে। তবে ছোট্ট এই ক্যারিয়ারে ঠিকই নিজের প্রতিভা দিয়ে সাড়া ফেলেছেন বাংলাদেশি পেসার। ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতিতে বোলিং করার সক্ষমতা থাকায় তার চাহিদাও বাড়ছে।</p> <p>পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দল পাওয়া দিয়েই সেই যাত্রার সূচনা হয়েছে। প্রথমবারের মতো কোনো বিদেশি লিগে খেলার ডাক পেয়েছেন নাহিদ। ‘গোল্ড’ ক্যাটাগরি থেকে ২২ বছর বয়সী পেসারকে দলে নিয়েছে পেশোয়ার জালমি। তবে জালমির না হয়ে মুলতান সুলতানসের হতে পারতেন বাংলাদেশি পেসার। আজ চট্টগ্রামে রংপুরের অনুশীলনের ফাঁকে তেমনটি নিজেই জানিয়েছেন তিনি।</p> <p>বিপিএলের দল রংপুর রাইডার্সে সতীর্থ হিসেবে ইফতিখার আহমেদকে পেয়েছেন নাহিদ। পাকিস্তানি এই ব্যাটারই নাকি তাকে জানান, মুলতান সুলতানসে তা নেওয়া হতে পারে। শেষ পর্যন্ত অবশ্য তা হয়নি। পিএসএলে দল পাওয়া নিয়ে নাহিদ বলেছন, ‘উনার (ইফতিখার) সঙ্গে পিএসএল ড্রাফটের আগেই কথা হয়েছিল। উনি বলছিলন যে আমাদের দলে তোমাকে নেওয়ার কথা চলছে। তারপরে তো যতটুকু জানি, আমি বাবর আজম ভাইয়ের দলে আছি। আর ইফতিখার ভাই সম্ভবত অন্য দলে আছেন। তবে উনি বলেছিলেন উনার দলে নেবেন। বাবর ভাইয়ের দলে নিয়েছেন। যেটা হইছে আলহামদুলিল্লাহ্‌।’</p> <p>পিএসএলে ডাক পাওয়াকে বড় সুযোগ হিসেবে দেখছেন নাহিদ। তিনি বলেছেন, ‘অবশ্যই একটা সুযোগ যেকোনো ক্রিকেটারের জন্য অনেক কিছু। একটা ছোট সুযোগ একজন ক্রিকেটারের জীবনের অনেক কিছু বদলে দিতে পারে। তো আমি এই জিনিসটা বড় হিসেবে দেখতেছি কারণ আমার জীবনে প্রথম দেশের বাইরের কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে সুযোগ পেয়েছি। তো এটাকে বড় হিসেবে দেখতেছি।’</p> <p>পিএসএলে সুযোগ পাওয়ার পেছনে নাহিদকে সহায়তা করেছে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের দুর্দান্ত পারফরম্যান্স। দুই টেস্টের সিরিজে মাত্র ৬ উইকেট পেলেও গতি আর বাউন্সে বাবর আজম-সাইম আইয়ুবদের নাভিশ্বাস উঠে দেন তিনি। সেই সিরিজের দুই টেস্টেই আউট করা বাবরকে পিএসএলে সতীর্থ হিসেবে পাচ্ছেন।   </p> <p>এখন পর্যন্ত বিপিএলে উইকেটশিকারির তালিকায় শীর্ষ তিনে থাকতে না পারলেও দারুণ ছন্দে আছেন নাহিদ। ৭ ম্যাচে ৯ উইকেট নেওয়ার পথে গতি আর বাউন্সে ব্যাটারদের দারুণ পরীক্ষাই নিচ্ছেন তিনি। রংপুরকে তার সেরাটা দিতে পেরে খুশি হয়েছেন নাহিদ, ‘আলহামদুলিল্লাহ্‌! যেই জিনিসটা চাচ্ছিলাম, ওই জিনিসটা হচ্ছে। রংপুর রাইডার্সকে আমি আমার সেরাটা দিতে পারছি। তাই ভালো লাগছে।’</p>