<p>আরো অ্যাকশন ও রোমাঞ্চ নিয়ে ফিরে আসছেন সুপারস্টার রজনীকান্ত। ভক্তদের চমক দিতে প্রকাশ্যে এসেছে তার নতুন সিনেমার টিজার। দক্ষিণী সিনেমার মেগাস্টার রজনীকান্তের ‘জেলার’ বক্স অফিস কাঁপিয়েছিল ২০২৩ সালে। সেই সময় থেকেই আলোচনা শুরু হয়, কবে আসবে এর পরের কিস্তি। অবশেষে মুক্তি পেল ‘জেলার ২’ সিনেমার টিজার। চার মিনিটের টিজারটি এরই মধ্যে ভক্তদের মন জিতে নিয়েছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ছুরিকাঘাতে ‘আহত’, কত সম্পত্তির মালিক সাইফ আলি খান?" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/16/1737017204-7aab3cf227347cbb5cb99852d5fcbac2.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ছুরিকাঘাতে ‘আহত’, কত সম্পত্তির মালিক সাইফ আলী খান?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2025/01/16/1469305" target="_blank"> </a></div> </div> <p>সিনেমার নির্মাতারা টিজারটি প্রকাশের মাধ্যমে সিনেমাটির সিক্যুয়াল ঘোষণা করেছেন। প্রথম পর্বের মতো এই সিনেমাতেও জুটি বেঁধেছেন পরিচালক নেলসন দিলীপকুমার এবং সংগীত পরিচালনা অনিরুধ রবিচন্দর। আগের সিনেমার জনপ্রিয়তা অখন রাখতেই তারা দুজনেই ফের জুটি বেঁধেছেন বলে জানা গেছে। চার মিনিটের টিজারে দেখানো হয়েছে গোয়ার একটি সমুদ্রসৈকতের বাড়িতে পরিচালক নেলসন ও সংগীতশিল্পী অনিরুধ তাদের পরবর্তী পরিকল্পনা নিয়ে আলোচনা করছেন। ক্লান্তি দূর করতে মুম্বাই থেকে দূরে তারা গোয়ায় গেছেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ছুরিকাঘাতের আগে সাইফের বাড়ির পার্টিতে এসেছিলেন যারা" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/16/1737013292-af18ace792a4ad1a68e904295904fa7b.png" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ছুরিকাঘাতের আগে সাইফের বাড়ির পার্টিতে এসেছিলেন যারা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2025/01/16/1469287" target="_blank"> </a></div> </div> <p>সম্পূর্ণ রিলাক্স এর মধ্যেই তারা আলোচনা করছেন। তবে তার মধ্যেই দেখা দিল বিপত্তি। মজাদার মুহূর্তের মধ্যে হঠাৎ বিশৃঙ্খলার সৃষ্টি হয়—কাচের জানালা ভেঙে যায়, দরজা উড়ে যায় এবং চারপাশের সবাই প্রাণ নিয়ে ছুটতে থাকে। সেই মুহূর্তেই রজনীকান্তের আইকনিক সিলুয়েটটি দেখা যায়, প্রথম সিনেমার বিখ্যাত গান ‘হুকুম’ ব্যাকগ্রাউন্ডে বাজতে থাকে। অনিরুধের সুরের সাথে সেই গানের রিমিক্স সংস্করণটিও টিজারে সংযোজিত হয়েছে। সিনেমার টিজারেই মনে হচ্ছে সিনেমাটি কতটা অ্যাকশন কেন্দ্রিক হতে চলেছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সাইফের অপারেশন সম্পন্ন, শরীর থেকে বের করা হয়েছে ধারালো বস্তু" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/16/1737005610-50bfdb3582b851b7e341f219506c229a.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সাইফের অপারেশন সম্পন্ন, শরীর থেকে বের করা হয়েছে ধারালো বস্তু</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2025/01/16/1469258" target="_blank"> </a></div> </div> <p>নেলসনের পরিচালনায় ব্ল্যাক-কমেডি তথা অ্যাকশন ফিল্ম ‘জেলার’-এর প্রথম পর্বে রজনীকান্তের সঙ্গে দেখা গিয়েছিল মোহনলাল, জ্যাকি শ্রফ, শিবা রাজকুমার, রামিয়া কৃষ্ণাণ, তামান্নার মতো তারকাদের। সিনেমার ‘কাভালা’ গানটি তুমুল জনপ্রিয় হয়েছিল। সিক্যুয়ালে কোন কোন তারকাকে দেখা যাবে তা দেখতেও মুখিয়ে রয়েছেন দর্শকরা। কোনো কোনো সংবাদমাধ্যমের দাবি, মোহনলাল ও শিবরাজ কুমার এতেও ক্যামিও হিসেবে থাকবেন। পাশাপাশি তামিল অভিনেতা নন্দমুরি বালকৃষ্ণকেও দেখা যাবে পুলিশ অফিসারের চরিত্রে। এখন থেকেই যেন শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউন। যদিও সিনেমাটি মুক্তি পাবে আগামী বছর। এখন চলছে প্রি-প্রডাকশনের কাজ।</p>