<p>সাইবার সিকিউরিটি পেনেট্রেশন টেস্টিং ল্যাবরেটরি এজিএস কোয়ালিটি অ্যাকশন লিমিটেডের উদ্যোগে এবং বাংলাদেশ কম্পিউটার সোসাইটি ও আইসিটি বিভাগের বিজিডি ই-গভ সার্টের সিটিএফ (ক্যাপচার দ্য ফ্ল্যাগ প্ল্যাটফরম) প্ল্যাটফরমের কারিগরি সহযোগিতায় গতকাল বুধবার ঢাকায় অনুষ্ঠিত হয় প্রি-সাইবার ড্রিল কনফারেন্স ২০২৫। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএবির মহাপরিচালক মো. আনোয়ারুল আলম, জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সির মহাপরিচালক আবু সাঈদ মো. কামরুজ্জামান প্রমুখ। এজিএস কোয়ালিটি অ্যাকশন লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ও পরিচালক মেজর (অব.) মাহবুবুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানটির এমডি মো. আহসান হাবিব। অনুষ্ঠানে জানানো হয়, আগামী ২৬ ফেব্রুয়ারি শুধু বাংলাদেশে অবস্থিত করপোরেট কম্পানি, প্রতিষ্ঠান, এমএফআই সংস্থা এবং আইটি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে দিনব্যাপী ‘১ম এজাইল সাইবার ড্রিল-২০২৫’ শিরোনামে একটি সাইবার ড্রিল অনুষ্ঠিত হবে।</p> <p> </p> <p> </p>