<p>সচিবালয় এলাকায় বিক্ষুব্ধ ছাত্র-জনতার বিক্ষোভ মিছিলে পুলিশের লাঠিচার্জে ছয় শিক্ষার্থীসহ আহত সাতজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।</p> <p>গতকাল বুধবার আদিবাসীদের ওপর হামলার প্রতিবাদে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে বিক্ষুব্ধ ছাত্র-জনতা মিছিল নিয়ে সচিবালয় অভিমুখে গেলে তাদের ওপর লাঠিচার্জ করে পুলিশ। এ ঘটনায় ছয় শিক্ষার্থী, পথচারীসহ সাতজন ঢামেকে হাসপাতালে ভর্তি হয়েছেন। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সর্বদলীয় বৈঠকে অংশ নিচ্ছে জামায়াত" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/16/1737022038-d792b8b490aef953d009f0fbd3211c80.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সর্বদলীয় বৈঠকে অংশ নিচ্ছে জামায়াত</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Politics/2025/01/16/1469321" target="_blank"> </a></div> </div> <p>আহতরা হলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইভান তাহসিব (২৩), ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম রিয়াদ (২২)ও নেবলা তাসফিয়া তাবাসুম (২২), নর্দান ইউনিভার্সিটির মারুক হাসান (২০), ঢাকা কলেজের তৈয়ব ইসলাম (২৪), সিভিল ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থী পঙ্কজ নাথ সূর্য (৩০) ও পথচারী বাবুল আক্তার (৪৮)।</p> <p>আহতদের ঢামেক হাসপাতলে নিয়ে আসা জহরলাল ও আহত শিক্ষার্থী ইভান তাহসিব বলেন, ‘গতকাল আদিবাসীদের ওপর হামলার প্রতিবাদে দুপুরে আদিবাসীদের পক্ষে বিক্ষুব্ধ ছাত্র-জনতার ব্যানারে রাজু ভাস্কর্য থেকে বিক্ষোভ মিছিল নিয়ে আমরা সচিবালয়ের দিকে যাওয়ার পথে শিক্ষা ভবনের সামনে পুলিশ মিছিলে লাঠিচার্জ করে এতে ছয় শিক্ষার্থী, এক পথচারীসহ সাতজন আহত হন।’ </p> <p>ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ‘আহত ছয়জনের জরুরি বিভাগে চিকিৎসা চলছে। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের অবস্থা গুরুতর নয়।’</p>