<p>ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীতে কার আগে কে ছিনতাই করবে তা নিয়ে ছিনতাইকারীদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়।</p> <p>বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ভোররাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী ব্রিজের নিচে মাজার বস্তি এলাকায় এই ঘটনা ঘটে।</p> <p>স্থানীয়রা জানায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী ব্রিজের নিচ থেকে স্টেশন রোড এলাকা পর্যন্ত দুটি গ্রুপ নিয়মিত ছিনতাই ও মাদক কারবার করে আসছে। আজ ভোররাতে টঙ্গী মাজার বস্তির রবিউল ইসলাম উরফে কিং বাবুর গ্রুপ ছিনতাই করার প্রস্তুতি নিলে একই বস্তির আয়েশা খাতুনের গ্রুপ মুখোমুখি হয়। এতে উত্তেজনা তৈরি হলে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় মাজার বস্তিতে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হলে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়। আহতদের রাজধানীর লেকভিউ ক্লিনিকে চিকিৎসা দেওয়ার জন্য নেওয়া হয়েছে। বর্তমানে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আহতদের নাম পাওয়া যায়নি।</p> <p>টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ( ওসি)  ইস্কান্দার হাবিবুর রহমান কালের কণ্ঠকে বলেন, মারামারির ঘটনা শুনেছি। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। <br />  </p>