<p>ঢালিউড নায়িকা পরীমনি। সিনেমার থেকে বেশির ভাগ সময় আলোচনায় থাকেন ব্যক্তিগত বিষয় নিয়ে। প্রেম, বিয়ে, বিচ্ছেদ নিয়ে একাধিকবার সংবাদের শিরোনাম হয়েছেন পরী। যে কারণে এই নায়িকার ব্যক্তিজীবন নিয়ে বরাবরই ভক্তদের আগ্রহের পরিমাণটা একটু বেশি। পরীমনি কার সঙ্গে প্রেম করছেন, কাকে বিয়ে করতে চলেছেন...এসব জানার চেষ্টায় মুখিয়ে থাকেন নেটিজেনরা। </p> <p>বিভিন্ন সময় বিভিন্ন তারকা, ব্যক্তির সঙ্গে পরীকে ঘিরে প্রেমের গুঞ্জন রটেছে। সম্প্রতি অভিনেতা জয় চৌধুরীর সঙ্গে নায়িকাকে সিনেমার প্রচারে কিংবা বিভিন্ন আয়োজনে দেখা গেছে। বিষয়টি নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রশ্নের মুখে পড়েছিলেন পরী। যেখানে অভিনেত্রীর কাছে জানতে চাওয়া হয়, বাংলাদেশ-কলকাতায় যেখানে আপনি সেখানেই পাশে অভিনেতা জয় চৌধুরী...!</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বাউন্ডুলে বাসারের স্ত্রী হলেন তিশা" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/16/1737015269-3c3288283a8d342b063df15ad9ff6741.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বাউন্ডুলে বাসারের স্ত্রী হলেন তিশা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2025/01/16/1469295" target="_blank"> </a></div> </div> <p>জবাবে হেসে ওঠেন পরীমনি। তারপর বলেন, “আরে আরে! কী যে বলেন। ও তো আমার বান্ধবীর স্বামী। ওর বউ আমার বন্ধু, আমার বোন। জয় তাই ‘দুলাভাই’, আপনাদের ভাষায় জামাইবাবু।”</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ছুরিকাঘাতে আহত বাবাকে অটোতে করে হাসপাতালে নেন ইব্রাহিম!" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/16/1737026451-0c82bebfd0ebad38de7868d1dedcc4c1.png" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ছুরিকাঘাতে আহত বাবাকে অটোতে করে হাসপাতালে নেন ইব্রাহিম!</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2025/01/16/1469354" target="_blank"> </a></div> </div> <p>পরী চান না জয়ের সঙ্গে তাকে জড়িয়ে কোনো গুঞ্জনের সৃষ্টি হোক। আনন্দবাজারের পাল্টা প্রশ্নের জবাবে অভিনেত্রী আবারও বলেন, ‘সত্যিই আমাদের মধ্যে খুবই মিষ্টি সম্পর্ক। খুব মজা করি আমরা। দোহাই, কলকাতায় আবার এই গুঞ্জনটা যেন ছড়িয়ে দেবেন না!।’</p>