<p>ঢাকাই সিনেমার গ্ল্যামারাস অভিনেত্রী পরীমনি। এবার দেশের গণ্ডি পেরিয়ে অভিনয় করেছেন ভারতের একটি সিনেমায়। আগামী ১৭ জানুয়ারি কলকাকাতা মুক্তি পাচ্ছে তার নতুন সিনেমা ‘ফেলুবক্সী’। </p> <p>এই খুশির খবরের মধ্যেও মন ভালো নেই অভিনেত্রীর। ভিসা না পাওয়ায় যেতে পারছেন না ভারতে।</p> <p>নিজের ভেরিফায়েড পেজে আজ বৃহস্পতিবার ‘মন খারাপের’ কথা জানিয়েছেন পরীমনি।</p> <p>ওই পোস্টে পরী বলেন, “আগামীকাল ১৭ জানুয়ারি আমার প্রথম সিনেমা ‘ফেলুবক্সী’ রিলিজ হবে! আমার কাছে এই প্রথমটা একটু অন্য রকম স্পেশাল। কারণ, এটা আমার কলকাতার প্রথম ছবি। ছবি রিলিজ তো নিশ্চয়ই অনেক আনন্দের মুহূর্ত কিন্তু মন খারাপ হচ্ছে ভীষণ রকম। ভিসাটা হলো নাহ! খুব মিস করছি আমার ফেলুবক্সী টিমের সবাইকে। কান্না পাচ্ছে কিন্তু আমার। ডানাকাটা পরী বলেই আজ উরে যেতে পারি না।”</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="জয় প্রসঙ্গে যা বললেন পরীমনি" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/16/1737027070-ca40de8a62583787d81b6f5d2fa8781e.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>জয় প্রসঙ্গে যা বললেন পরীমনি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2025/01/16/1469356" target="_blank"> </a></div> </div> <p>তিনি আরো বলেন, ‘যাহোক, কলকাতা আমি যেতে পারিনি কিন্তু ফেলুবক্সীর লাবণ্যকে সবাই দেখতে পাবেন আগামীকাল আপনার কাছের সিনেমা হলে। আমি আপনাদের ভালোবাসা পাওয়ার অপেক্ষায় রইলাম…। প্রিয় কলকাতা ভালোবাসা নিও।’</p> <p>ফেলুবক্সীতে লাবণ্য চরিত্রে অভিনয় করেছেন পরী। এ সিনেমায় পরীমনির বিপরীতে অভিনয় করছেন কলকাতার অভিনেতা সোহম চক্রবর্তী। আরো আছেন কলকাতার অভিনেত্রী মধুমিতা সরকার।</p> <p>দেবরাজ সিনহা পরিচালিত থ্রিলারধর্মী এ সিনেমার শুটিং হয়েছে গত বছরের এপ্রিলে। থ্রিলার ঘরানার এই ছবির নাম ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে সোহম চক্রবর্তীকে।</p>