<p>ক্রীড়া প্রতিবেদক : ভিসা জটিলতায় পড়েছেন চন্দিকা হাতুরাসিংহে। এ জন্য সময়মতো ঢাকায় ফিরতে পারেননি বাংলাদেশ দলের প্রধান কোচ।</p> <p>পাকিস্তান সফর শেষ করে বাংলাদেশে এসেছিলেন হাতুরাসিংহে। তবে এক দিন পরই ছুটিতে অস্ট্রেলিয়ায় যান তিনি। কথা ছিল ১২ সেপ্টেম্বর রাতে ঢাকায় ফিরবেন। এরপর ভারত সফরের আগে মিরপুরে জাতীয় দলের দুটি অনুশীলন সেশনে থাকবেন এই শ্রীলঙ্কান। তবে পূর্বসূচি মেনে আসতে পারেননি হাতুরাসিংহে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ অবশ্য এই বিলম্বের পেছনে বড় কোনো ইস্যু নেই বলেই নিশ্চিত করলেন, ‘শুনেছি আগামীকাল (আজ) রাতে আসবে। সিরিয়াস কোনো ব্যাপার হলে তো আমি জানতাম।’</p> <p>বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীসের কাছ থেকে জানা গেল বিলম্বের কারণ, ‘অস্ট্রেলিয়া থেকে ভারতের ভিসা করিয়েছেন তিনি। ওখান থেকে সেটি পেতে কিছুটা দেরি হওয়ায় আসতে পারেননি। শনিবার রাতে এসে রবিবার দুপুরেই দলের সঙ্গে ভারতে যাবেন তিনি।’</p> <p> </p>