<p>বগুড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল আটটার দিকে শহরের তিনমাথা এলাকায় এ ঘটনা ঘটে। </p> <p>জানা গেছে, নিহতের আনুমানিক বয়স ৭০ থেকে ৭৫ বছর। মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক শফিকুল ইসলাম।</p> <p>পুলিশের এই কর্মকর্তা জানান, আজ বৃহস্পতিবার সকালে সান্তাহার থেকে লালমনিরহাটগামী পদ্মরাগ এক্সপ্রেসে কাটা পড়েন অজ্ঞাতনামা এক বৃদ্ধ। এতে শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। নিহতের মুখে সাদা দাড়ি রয়েছে এবং পরনে লুঙ্গি ও গায়ে গেঞ্জির ওপরে জ্যাকেট ছিল।</p> <p>তিনি আরো জানান, মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় জানতে টিম কাজ করছে।</p>