<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আগামী ১৭ জানুয়ারি (শুক্রবার) দেশের সরকারি-বেসরকারি মেডিক্যাল কলেজে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের ভর্তি পরীক্ষায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) কেন্দ্রে সাত হাজারের ওপর পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। তবে গত বছরের তুলনায় প্রায় এবার দ্বিগুণ পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ ছাড়াও অন্য আরো তিনটি ভেন্যুতে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, বগুড়ায় এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা সাত হাজার ২৪ জন। এর মধ্যে শহরের ছিলিমপুর শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ কেন্দ্রের ভেন্যুতে এক হাজার ৭৫৬, বগুড়া নার্সিং কলেজ ভেন্যুতে ৩৫৪ জন, বগুড়ার নিশিন্দারা বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এক হাজার ৮৫১ জন এবং বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে তিন হাজার ৫৯ জন পরীক্ষার্থী অংশ নেবেন। </span></span></span></span></span></p>