<p style="text-align:justify">বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়াবিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক বলেছেন, পতিত স্বৈরাচারী সরকার গত ১৭ বছরে ক্রীড়াঙ্গনসহ সরকারি প্রতিষ্ঠানকে দলীয়করণ করে ধ্বংস করে ফেলেছিল। সেই ধ্বংসস্তূপ থেকে পুনরুদ্ধার করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা রূপরেখা দিয়েছেন। বাংলাদেশের প্রত্যেকটা মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে এই রূপরেখা।</p> <p style="text-align:justify">বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলে মনোহরদী উপজেলার হাতিরদিয়া ছাদত আলী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।</p> <p style="text-align:justify">খেলায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল।</p> <p style="text-align:justify">আমিনুল হক বলেন, ‘দেশে এখন আর আওয়ামী লীগ নেই, সবাই বিএনপি হয়ে গেছে। যারা আমার ভাইদের হত্যা ও গুম করেছে, ছাত্র গণ-অভ্যুত্থানে নির্বিচারে গুলি করে চালিয়েছে; বাংলার মাটিতে তাদের জায়গা দেওয়া হবে না।’ </p> <p style="text-align:justify">অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘দেশ স্বৈরাচারমুক্ত হলেও তাদের প্রেতাত্মারা সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে বহাল রয়েছে। তারা ষড়যন্ত্র করে যাচ্ছে।’ দ্রুত তাদের অপসারণ করে বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।</p> <p style="text-align:justify">এ সময় আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল বলেন, ‘আরাফাত রহমান কোকো রাজনৈতিক পরিবারে জন্ম নিলেও তিনি রাজনীতিতে জড়াননি। তিনি খেলাধুলা থেকে শুরু করে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সব সময় নিয়োজিত ছিলেন। ক্রিকেট ও ফুটবলের উন্নয়নে তার জীবদ্দশায় অসামান্য অবদান রেখে গেছেন।’</p> <p style="text-align:justify">তিনি বলেন, ‘বিএনপি সব সময় সাম্য, সম্প্রীতি ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য লড়াই করেছে। মানুষের ভোটের অধিকার ও কথা বলার অধিকার প্রতিষ্ঠা করতে বিএনপির চেষ্টা চালিয়ে যাচ্ছে।’</p> <p style="text-align:justify">খেলা পরিচালনা কমিটির উপদেষ্টা শফিকুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী রেজাউল হক রিয়াজ, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া আল মামুন, মনোহরদী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম বাছেদ মোল্লা ভূট্টো, মাহমুদুল হক, মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. ফিরোজ আহমেদ, স্বেচ্ছাসেবক দল নেতা রাজিব আহমেদ রাজ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি ফজলুল কবির জুয়েল, মনোহরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল হক, যুবদলের আহ্বায়ক নাদিম মাহমুদ বায়েজিদ, নরসিংদী জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাম্মির রহমান টিপু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বাপ্পু সরকার, সাবেক ছাত্রনেতা আব্দুল্লাহ আল মামুন, বিপ্লব হোসেন, সাদেকুর রহমান সম্রাট, আসলাম বক্স প্রমুখ।</p>