<p>কক্সবাজারের টেকনাফ সীমান্তের শাহপরীর দ্বীপ মাঝেরপাড়া এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব সদস্যরা এক লাখ ৫০ হাজার পিস ইয়াবার একটি চালানসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছেন। প্রায় সাড়ে চার কোটি টাকার ইয়াবার এই বড় চালান মায়ানমার থেকে পাচার করে দেশের অন্য স্থানে পাঠানোর প্রস্তুতি নেওয়ার সময় র‌্যাবের হাতে ধরা পড়ে। র‌্যাব-১৫ ব্যাটালিয়নের সিনিয়র সহকারী পরিচালক (ল অ্যান্ড মিডিয়া) এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান জানিয়েছেন, শাহপরীর দ্বীপ মাঝেরপাড়া এলাকায় কিছু ব্যক্তি অবৈধ মাদক ইয়াবা অন্যত্র পাঠানোর উদ্দেশ্যে অবস্থান করার সংবাদ পেয়ে র‌্যাব সদস্যরা মঙ্গলবার রাতে এ অভিযান পরিচালনা করেন। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ইয়াবাসহ দুজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন মোস্তাক আহমদ (২১) ও আবুল হোসেন (৫৫)।</p> <p> </p> <p> </p>