<p>যশোরের অভয়নগরে মায়ের অভিযোগে মাদক ব্যবসায়ী ছেলেসহ তিনজনকে আটক করেছে সেনা সদস্যরা। মঙ্গলবার (১৯ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার বুইকারা গ্রামের পূর্বপাড়ার হুমায়ুনের বাড়িতে অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্য মতে সিরাজকাঠি গ্রাম থেকে আরেকজনকে আটক করা হয়।</p> <p>বুধবার দুপুরে অভয়নগর সেনাবাহিনী ক্যাম্প, ১৪ বীর এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে। অভিযানে ৩টি ধারালো অস্ত্র, ৩ কেজি ৮০০ গ্রাম গাঁজা, এক বোতল ফেনসিডিল ও ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। </p> <p>আটকরা হলেন, উপজেলার গুয়াখোলা গ্রামের শাহী মোড় আদর্শপাড়া এলাকার মৃত মোনতাজ মোল্যার ছেলে মোহাম্মদ সাজ্জাদ মোল্যা (২৮), বাড়ির মালিক মৃত সহিদুল ইসলামের ছেলে মো. হুমায়ুন ও সিরাজকাঠি গ্রামের মৃত বাবর আলীর ছেলে মোহাম্মদ ইব্রাহিম শেখ।</p> <p>প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৭ নভেম্বর যশোরের অভয়নগর সেনাবাহিনী ক্যাম্পে ছেলের বিরুদ্ধে মাদকের অভিযোগ করেন উপজেলার গুয়াখোলা গ্রামের শাহী মোড় আদর্শপাড়া এলাকার মৃত মোনতাজ মোল্যার স্ত্রী হোসনে আরা বেগম। সে অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার (১৯ নভেম্বর) দিবাগত রাতে ক্যাপ্টেন সাফিন আল সাইফ পলকের নেতৃত্বে প্রথমে দুজনকে আটক করা হয়। পরে তাদের তথ্যের ভিত্তিতে ওই রাতে উপজেলার সিরাজকাঠি গ্রাম থেকে মৃত বাবর আলীর ছেলে অপর মাদক কারবারি মোহাম্মদ ইব্রাহিম শেখকে আটক করা হয়। </p> <p>আটক ৩ জনকে জব্দকৃত অস্ত্র, মাদকদ্রব্য ও মোবাইল ফোনসহ বুধবার অভয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী।</p> <p>এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমাদুল করিম বলেন, আটক ৩ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।</p>