<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">যশোরে আদালত চত্বরে বিক্ষোভ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। আত্মসমর্পণ করতে এসে আওয়ামী লীগ নেতাকর্মীদের আদালত চত্বরে স্লোগান দেওয়ার প্রতিবাদে গতকাল সোমবার দুপুরে এ বিক্ষোভ করেন তাঁরা। এ সময় তাঁরা আওয়ামী ফ্যাসিস্টের দোসরদের প্রতিহত করার ঘোষণা দেন। শিক্ষার্থীরা জানান, গত রবিবার যশোরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আওয়ামী লীগের ১৬৭ জন নেতাকর্মী বিস্ফোরকসহ বিভিন্ন মামলায় আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। এ সময় তাঁরা আদালতের সিঁড়িতে শেখ হাসিনার নামে স্লোগান দেন। বিষয়টি গণমাধ্যমে প্রকাশের পর  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা আদালত চত্বরে এসে বিক্ষোভ করেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের আহ্বায়ক রাশেদ খান বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আওয়ামী দোসররা আদালত চত্বর অস্থিতিশীল করতে গতকাল (রবিবার) স্লোগান দিয়েছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> এদিকে বিক্ষোভ চলাকালে যশোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এম এ গফুর ছাত্রদের সঙ্গে সংহতি প্রকাশ করেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>