<p>বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকা কেন্দ্রীয় কারাগারে গুলি করে মো. জাভেদ নামের এক কয়েদিকে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জেল সুপার সুভাষ কুমার ঘোষসহ ৬৩ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। </p> <p>মঙ্গলবার (২৪ ডিসেম্বর)ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমানের আদালতে নিহতের খালাতো ভাই শিকদার লিটন এ আবেদন করেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="উত্তরবঙ্গ আর অবহেলিত থাকবে না : উপদেষ্টা আসিফ" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/24/1735046981-e06d061a77a7bde916b8a91163029d41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>উত্তরবঙ্গ আর অবহেলিত থাকবে না : উপদেষ্টা আসিফ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/24/1460903" target="_blank"> </a></div> </div> <p>শুনানি শেষে আদালত আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে কোনো ভুক্তভোগী মারা গেছেন কি না এবং এ ঘটনায় কোনো মামলা হয়েছে কি না তা তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য কেরানীগঞ্জ মডেল থানাকে নির্দেশ দিয়েছেন। বাদীপক্ষের আইনজীবী মাহমুদুল আলম শাহীন এ তথ্য জানিয়েছেন। </p> <p>মামলার আবেদনে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট দুপুর ১২টার দিকে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে থাকা কয়েদিরা আন্দোলন শুরু করেন। এ সময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও পুলিশ বাহিনীর সদস্যরা সারা দেশের মতো দেশি অস্ত্রশস্ত্র, আগ্নেয়াস্ত্র ব্যবহার করে কয়েদিদের ওপর গুলিববর্ষণ করে। গুলিবর্ষণে অনেক কয়েদি আহত হন এবং মো. জাভেদ নামের একজন কেন্দ্রীয় কারাগারের হাসপাতালে চিকিৎসাধীন মারা যান।</p>