<p>কুমিল্লায় লাঞ্ছনার শিকার হওয়া মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু বর্তমানে ফেনীতে অবস্থান করছেন। কুমিল্লার চৌদ্দগ্রামে লাঞ্ছিত হওয়ার পর নিরাপত্তাহীনতার কারণে এলাকা ছেড়ে আশ্রয় ও চিকিৎসা নিচ্ছেন ফেনীতে।</p> <p>পরিবার সূত্রে জানা যায়, গত রবিবার (২২ ডিসেম্বর) বিকেলে তিনি কুমিল্লা থেকে ফেনীতে আশ্রয় নেন। তবে কুমিল্লার চৌদ্দগ্রামে তার লাঞ্ছনার ঘটনার এখন পর্যন্ত কোনো আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়নি। বর্তমানে তিনি ফেনীতে চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন বলে তার আত্মীয়রা নিশ্চিত করেছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="গণহত্যার সঙ্গে জড়িতদের বিএনপিতে নেওয়া হবে না : মির্জা ফখরুল" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/24/1735024549-a4dba9b67cf54c1c9da7b162dfbc1b74.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>গণহত্যার সঙ্গে জড়িতদের বিএনপিতে নেওয়া হবে না : মির্জা ফখরুল</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/24/1460795" target="_blank"> </a></div> </div> <p>কথা হলে আবদুল হাই কানু জানান, বর্তমানে তিনি ফেনীতে এক নিকটাত্মীয়ের বাসায় অবস্থান করছেন। তিনি কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য। এ ছাড়া একই সংগঠনের কুমিল্লা দক্ষিণ জেলার সাবেক সহসভাপতি। পুলিশ ও প্রশাসন নিরাপত্তা নিশ্চিত করলে চৌদ্দগ্রামে নিজবাড়িতে ফিরে আসার ইচ্ছে রয়েছে বলেও জানান তিনি।</p> <p>মুক্তিযোদ্ধা কানু কালের কণ্ঠকে বলেন, ‘যারা আমাকে হেনস্থা করেছে তারা সবাই বিভিন্ন রাজনৈতিক সংগঠনের ক্যাডার। তারা আমার সারা শরীরে পা দিয়ে আঘাত করে, কিল-ঘুষি ও লাথি মারে।’ তারা আমাকে হত্যার উদ্দেশে বিবস্ত্র করে ছবি তোলার চেষ্টাও করেছিল বলে দাবি করেন তিনি।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="১৭ বছর পর মুক্তি পেলেন বিএনপি নেতা পিন্টু" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/24/1735023567-a992f07d19721dbf74df68c1ed4e7c56.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>১৭ বছর পর মুক্তি পেলেন বিএনপি নেতা পিন্টু</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/24/1460792" target="_blank"> </a></div> </div> <p>তিনি আরো বলেন, ‘তারা আমাকে যেভাবে নির্যাতন করেছে এতে আমার আত্মহত্যা করা ছাড়া আমার কোনো উপায় নাই। আমি এই অপমানের বিচার চাই।’</p> <p>কানুর পরিবারের অভিযোগ, লাঞ্ছনাকারীরা স্থানীয় জামায়াত-শিবিরের নেতাকর্মী।’ তবে শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করে আসছেন উপজেলা জামায়াতে ইসলামীর নেতারা। তাদের ভাষ্য, যারা এই ঘটনা ঘটিয়েছেন, তাদের কেউই জামায়াত-শিবিরের নেতাকর্মী নন। তারা জামায়াত সমর্থন করে মাত্র। তবে কানুর ওপর হামলাকে জামায়াত সমর্থন করে না। তাদের দুই সমর্থককে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জামায়াত নেতৃবৃন্দ জানান।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="গর্তে ঢুকিয়ে মাথাহীন ‘তরুণীর’ দেহ আগুনে পোড়াচ্ছিলেন যুবক!" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/24/1735021324-794cdb9c73f8c687c66ee249c67e263a.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>গর্তে ঢুকিয়ে মাথাহীন ‘তরুণীর’ দেহ আগুনে পোড়াচ্ছিলেন যুবক!</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/24/1460778" target="_blank"> </a></div> </div> <p>স্থানীয়রা জানান, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু এলাকার নিরীহ লোকজনের ক্ষতি করেছে। এ জন্যই তাকে এভাবে লাঞ্ছিত করা হয়েছে।</p>