<p>কুমিল্লার চৌদ্দগ্রামে দীর্ঘদিন ধরে অনুমোদনহীনভাবে চলে আসা একটি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। ‘মেসার্স মা ব্রিকস’ নামের ইটভাটাটি নিয়ম-নীতির কোনো তোয়াক্কা না করেই লোকালয়ের মধ্যে গড়ে উঠেছিল।</p> <p>উপজেলার কাশিনগর ইউনিয়নের বসন্তপুর গ্রামে ফসলি জমির মাঠে থাকা ওই ইটভাটাটি গতকাল সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যার দিকে গুঁড়িয়ে দেওয়া হয়। এ সময় দীর্ঘদিন ধরে অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ে ভাটার মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা।</p> <p>পরিবেশ অধিদপ্তরের কুমিল্লা জেলা কার্যালয়ের পরিদর্শক চন্দন বিশ্বাস জানান, উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের সহযোগিতায় অবৈধ ওই ইটভাটার বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯)-এর ধারা ৪ ও ৮ অনুযায়ী লাইসেন্সবিহীন ও নিষিদ্ধ এলাকায় অবস্থিত হওয়ায় ইটভাটাটির বিরুদ্ধে এ অভিযান পরিচালিত হয়।</p> <p>তিনি আরো জানান, অভিযানের শুরুতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরে পানি দিয়ে আগুন নেভানোর পর কাঁচা ইট ধ্বংস এবং ভাটা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। কুমিল্লা জেলা কার্যালয়ের আওতাধীন এলাকায় পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে</p> <p>এ সময় পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক খন্দকার মাহমুদ পাশা, পরিদর্শক জোবায়ের হোসেনসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভিযানে সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস এবং পল্লী বিদ্যুতের লোকজন সহযোগিতা করেন।</p>