<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মানিকগঞ্জের ধামরাই এলাকা থেকে র‌্যাব পরিচয়ে তুলে নেওয়ার ১৬ মাস পর ফিরেছেন এক যুবক। তাঁর নাম রহমত উল্লাহ। তাঁর বাড়ি মানিকগঞ্জের ধামরাইয়ের গাংগুটিয়া</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> ইউনিয়নের বড়নালাই গ্রামে। গত রবিবার বিকেলে গ্রামের বাড়িতে ফেরেন রহমত উল্লাহ। তাঁর দেওয়া তথ্য মতে, দেশে ৯ মাস আটকে রেখে ভারতে পাঠানো হয় তাঁকে। সেখানে সাত মাস কারাভোগের পর তাঁকে বাংলাদেশে পুশব্যাক করা হয়। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রহমত উল্লাহর পারিবারিক সূত্র জানায়, ২০২৩ সালের ২৯ আগস্ট মধ্যরাতে র‌্যাব পরিচয়ে সাদা পোশাকে একদল ব্যক্তি বড়নালাই গ্রামের বাড়ি থেকে রহমত উল্লাহকে তুলে নিয়ে যায়। আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর বিভিন্ন দপ্তরে অনেক ঘুরেও খোঁজ মেলেনি তাঁর। গত ২১ ডিসেম্বর দুপুরে অপরিচিত নম্বর থেকে ফোন পান রহমত উল্লাহর বড় ভাই মো. ওবায়দুল্লাহ। অন্য প্রান্তের ব্যক্তি নিজেকে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানার রহনপুর পুলিশ তদন্তকেন্দ্রের এসআই মো. ফজলে বারী পরিচয় দিয়ে রহমত উল্লাহকে পাওয়ার কথা জানান। এরপর পরিবারের চার সদস্য চাঁপাইনবাবগঞ্জে চলে যান।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মো. ওবায়দুল্লাহ বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পুলিশের কল পেয়ে আমরা চাঁপাইনবাবগঞ্জে যাই। সেখান থেকে রহমত উল্লাহকে নিয়ে বাড়ি ফিরি। শুরুতে রহমত উল্লাহ আমাকে চিনতে পারছিল না। এখন চিনতে পারলেও খুব বেশি কথা বলছে না।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> বাড়ি ফিরে অনেকটাই চুপচাপ রহমত উল্লাহ। তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভারতের জেল থিকা বাইর করছে, তারপর বাংলাদেশে নিয়া আসছে। আজকে বাড়ি আসছি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রহমত উল্লাহ পুলিশকে জানান, অবৈধ অনুপ্রবেশের দায়ে সাত মাসের সাজা হলে তাঁকে ভারতে একটি কারাগারে রাখা হয়। সর্বশেষ দমদম জেলখানা থেকে গাড়িতে করে সীমান্তে আনা হয়। গত শুক্রবার রাত ১২টার দিকে তাঁকে বাংলাদেশে </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পুশ ব্যাক</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> করা হয়। পরে তিনি গোমস্তাপুর থানায় যান। এরপর থানা পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করে পরিবারকে খবর দেয়।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গোমস্তাপুর থানার ওসি খাইরুল বাসার গণমাধ্যমকে জানান, জিজ্ঞাসাবাদে রহমত উল্লাহ জানান, ৯ মাস তাঁকে দেশেই আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী আটক রাখে। এরপর যশোর সীমান্ত এলাকায় মোটরসাইকেল আরোহী দুজন লোকের কাছে দেওয়া হয়। তারা তাঁকে ভারতে নিয়ে যায়। পাসপোর্ট ছাড়া ভারতে যাওয়ায় পুলিশ মামলা দিলে সাত মাস জেল খাটেন রহমত উল্লাহ।</span></span></span></span></p>