<p>সিলেটের গোয়াইনঘাট উপজেলায় গরু চুরির অভিযোগে দফায় দফায় মারধর এবং চুন ও বালু মিশ্রিত পানি পান করিয়ে হেলাল মিয়া (৩২) নামে এক যুবককে হত্যার অভিযোগ পাওয়া গেছে। </p> <p>মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকালে উপজেলার মধ্য জাফলং ইউনিয়নের জাফলং চা বাগানে এ ঘটনা ঘটে। নিহত হেলাল মিয়া উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের দাতারি গ্রামের বাসিন্দা।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="১৩ বছর পর দেশে ফিরছেন বিএনপি নেতা কায়কোবাদ" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/25/1735131831-d6d55a82f7452d28747769bddd786a39.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>১৩ বছর পর দেশে ফিরছেন বিএনপি নেতা কায়কোবাদ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Politics/2024/12/25/1461261" target="_blank"> </a></div> </div> <p>স্থানীয়রা জানায়, মঙ্গলবার বিকালে মধ্য জাফলং চা বাগানে গরু চুরির অভিযোগে ইসলামপুর গাংপার গ্রামের মনির মিয়ার ছেলে মোশাররফ হোসেন, আমির উদ্দিন, একই গ্রামের আব্দুল খালিকের ছেলে সালাম ও তাদের সহযোগীরা হেলালকে ধরে নিয়ে যান। পরে তাকে গাছের সঙ্গে বেঁধে বেধড়ক মারপিট করেন তারা। এসময় দুই লিটার পানির বোতলে চুন ও ও বালু মিশিয়ে জোরপূর্বক তা পান করানো হয় হেলালকে। এক পর্যায়ে হেলাল অজ্ঞান হয়ে পড়লে তাকে মধ্য জাফলং ইউনিয়ন অফিসে আনা হয়। রাতভর সেখানে রেখে হেলালকে আবারো দফায় দফায় মারধর করা হয়। ভোরে হেলালের স্বজনরা মধ্য জাফলং ইউনিয়ন অফিস থেকে তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।</p> <p>নিহতের স্বজনরা বলেন, ‘হাসপাতালে নেওয়ার পথে রাস্তায় অতিরিক্ত বমির পাশাপাশি অতিরিক্ত রক্তক্ষরণ হয়। পুলিশ যদি সময়মতো ব্যবস্থা নিত তালে হেলালকে দফায় দফায় মারধর খেতে হতো না। হয়তো জীবন বাঁচানো যেত।’ </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ক্ষমতা আঁকড়ে রাখতে চাইলে জনগণ মানবে না : রিপন" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/25/1735131942-88251dcfdda65e66b671d1f6fd54e29f.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ক্ষমতা আঁকড়ে রাখতে চাইলে জনগণ মানবে না : রিপন</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Politics/2024/12/25/1461262" target="_blank"> </a></div> </div> <p>এ বিষয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ বলেন, ‘নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার লাশের ময়নাতদন্ত হবে।’</p> <p>জড়িতদের গ্রেপ্তারে পুলিশের পাশাপাশি সিআইডি অভিযান চালাচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘পরিবারের পক্ষ থেকে এখনো অভিযোগ করা হয়নি। তবে আমরা কিছু ভিডিও ফুটেজ পেয়েছি। সেটি ধরে অপরাধীদের ধরতে আমরা অপারেশনে আছি। শুনেছি তাকে এক ব্যক্তি চুন ও বালু মিশ্রিত পানি জোর করে খাইয়েছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’ </p>