<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রায় ৫০ দিন আগে দুবাই থেকে এসেছেন। কিন্তু বিদেশে ফিরে যাওয়া আর হলো না তাঁর। নিজ শোবার রুমে মিলল প্রবাসী যুবকের ঝুলন্ত মরদেহ। গতকাল মঙ্গলবার দুপুরে থানার পুলিশ মরদেহটি উদ্ধার করে। ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের রাউজানের ১ নম্বর হলদিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর সর্তা গ্রামে। নিহত প্রবাসীর নাম মো. রাশেল। তিনি ওই এলাকার উত্তর সর্তা লস্কর উজির বাড়ির মোহাম্মদ রফিকের একমাত্র ছেলে। গতকাল সকাল গড়িয়ে বেলা হলেও ঘুম থেকে না উঠলে মা তাঁকে ডাকাডাকি করেন। তাঁরা সাড়াশব্দ না পাওয়ায় দরজা খুলে দেখেন রাশেল সিলিং ফ্যানের সঙ্গে শাড়ি পেঁচিয়ে ঝুলে আছেন। দুপুরে থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং সুরতহাল রিপোর্ট শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রাথমিক তথ্যে আত্মহত্যা মনে হলেও ময়নাতদন্তের রিপোর্টে প্রকৃত কারণ জানা যাবে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এদিকে স্থানীয় বাসিন্দারা জানায়, প্রায় ৫০ দিন আগে রাশেল সংযুক্ত আমিরাতের দুবাই থেকে বাড়িতে বেড়াতে আসেন। তাঁর প্রবাসে ফেরার ফ্লাইট ছিল বুধবার সকাল ১০টায়। প্রতিবেশীরা আরো জানান, আড়াই বছর আগে রাশেল আমিরাতে গিয়েছিলেন।</span></span></span></span></span></p>