<p>দিনাজপুরের ঘোড়াঘাটে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকে অন্য একটি ট্রাকের ধাক্কায় দুজন মারা গেছেন। বুধবার (২৫ ডিসেম্বর) দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের কষিগাড়ি এলাকায় আলিশা ফুড অ্যান্ড বেভারেজের সামনে এই দুর্ঘটনা ঘটে।</p> <p>নিহতরা হলেন ধানবোঝাই ট্রাকের চালক বগুড়া শেরপুরের ইসমাইল হোসেন (৬০) ও চালকের সহযোগী একই জেলার ধুনট উপজেলার বেরইবাড়ী এলাকার বাবু মিয়া (৪৫)।</p> <p>পুলিশ ও স্থানীয়রা জানায়, কষিগাড়ি এলাকায় আলিশা ফুড অ্যান্ড বেভারেজের সামনে সড়কের পাশে বুধবার ভোরে একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় পঞ্চগড় থেকে ছেড়ে আসা একটি ধানবোঝাই ট্রাক বগুড়া যাওয়ার পথে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ধানবোঝাই ট্রাকের চালক ইসমাইল মারা যান।</p> <p>গুরুতর আহত অবস্থায় ইসমাইলের সহযোগী বাবু মিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বগুড়া শহীদ জিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দুপুরে তার মৃত্যু হয়।</p> <p>ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, সড়ক দুর্ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।</p>