বুড়িগঙ্গায় মিলল বস্তাবন্দি তরুণীর লাশ

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
শেয়ার
বুড়িগঙ্গায় মিলল বস্তাবন্দি তরুণীর লাশ
প্রতীকী ছবি

বুড়িগঙ্গা নদী থেকে বস্তাবন্দি অবস্থায় অজ্ঞাত (২২) এক তরুণীর লাশ উদ্ধার করেছে বরিশুর নৌ পুলিশ। এ সময় পরনে সালোয়ার কামিজ এবং হাত-পা রশি দিয়ে বাধা ও গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় ছিল।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে কেরানীগঞ্জ মডেল থানাধীন রসুলপুর টিনের মসজিদের বরাবর কামরাঙ্গীর চর বাইদ্দাবাড়ি ঘাট থেকে লাশটি উদ্ধার করে সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠিয়েছে নৌ পুলিশ।

বরিশুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আজিজুল ইসলাম জানান, নদীর পাড়ে বস্তাটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশের খবর দেয়।

খবর পেয়ে আমরা ঘটনাস্থল গিয়ে বস্তাটি নদী থেকে টানে তুলে নিয়ে আসি। পরে লাশটি ময়না তদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠাই। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড মনে হলেও ময়না তদন্তের পরে মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত অজ্ঞাতনামা কিশোরীর পরিচয় পাওয়া যায়নি।

মন্তব্য

সম্পর্কিত খবর

আত্মীয়-স্বজনের সঙ্গে ইফতার করলেন ব্যারিস্টার নজরুল ইসলাম

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতি‌নি‌ধি
দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতি‌নি‌ধি
শেয়ার
আত্মীয়-স্বজনের সঙ্গে ইফতার করলেন ব্যারিস্টার নজরুল ইসলাম
ছবি : কালের কণ্ঠ

আত্মীয়-স্বজন ও প্রতি‌বেশী‌দের সঙ্গে ইফতার করেছেন ঢাকা-১ (‌দোহার-নবাবগঞ্জ) আসন থে‌কে জামা‌য়া‌তে ইসলামী বাংলা‌দেশ ম‌নোনীত প্রার্থী ইউ‌রোপ ও যুক্তরাজ‌্য শাখার মুখপাত্র, বাংলা‌দেশ ছাত্রশি‌বি‌রের সা‌বেক সে‌ক্রেটারি জেনারেল, ম‌তিউর রহমান নিজামীর মে‌য়ে জামাতা ব‌্যা‌রিস্টার নজরুল ইসলাম।

সোমবার (১৭ মার্চ) সন্ধ‌্যায় ঢাকার নবাবগ‌ঞ্জে কলা‌কোপা নিজ বাড়ি‌তে ইফতার করা হয়।

ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন অ্যাড‌ভো‌কেট ম‌ল্লিক স‌ফিউ‌দ্দিন আহ‌মেদ।

ব‌্যা‌রিস্টার নজরুল ইসলাম ব‌লেন, স্বৈরাচারী ফ‌্যা‌সিস্ট সরকারের অত‌্যাচার, জেল-জুলুম ও নির্যাত‌নের শিকার হ‌য়ে‌ছি।

অনেক বছর দে‌শে থাক‌তে পা‌রি‌নি। গর্ভধা‌রিণী মা ও শ্রদ্ধেয় পিতার মৃত‌্যুকা‌লে এক পলক দেখার সু‌যোগ দেয়‌নি ফ‌্যা‌সিস্ট হা‌সিনা। বাংলা‌দেশ জামায়া‌তে ইসলামীর শীর্ষ নেতা‌দের অন‌্যায়ভা‌বে শাস্তি দেওয়া হয়েছে।

তিনি বলেন, বাংলা‌দেশ জামায়া‌তে ইসলাম আমা‌কে ঢাকা-১ (‌দোহার-নবাবগ‌ঞ্জ) আস‌নে এম‌পি নির্বাচ‌নের জন‌্য আপনা‌দের সেবা করার জন‌্য ম‌নো‌নীত ক‌রে‌ছে।

আপনারা জা‌নেন জামায়া‌তে ইসলাম কোনো মো‌হে বিশ্বাস ক‌রে না। তাই যুক্তরা‌জ্যের আরামদায়ক জীবন ফে‌লে আপনা‌দের কা‌ছে এসেছি। আপনা‌দের সেবার সু‌যোগ পে‌লে প‌রিচ্ছন্ন, শা‌ন্তিময় সমাজ‌ ও দেশ‌ গ‌ড়ে তুল‌তে চাই। মানু‌ষের অধিকার ফি‌রি‌য়ে দি‌তে চান ব‌লে অঙ্গীকার ক‌রেন তিনি।

এ সময় বি‌শেষ অতিথি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন নবাবগঞ্জ উপ‌জেলা (পূর্ব) আমির মাওলানা অ্যাড‌ভো‌কেট ইব্রা‌হিম খ‌লিল, সে‌ক্রেটারি মাওলানা মোহাম্মদ আলী, অ্যাসিস্ট্যান্ট সে‌ক্রেটারি মামুনুর রশীদ চৌধুরী, নবাবগঞ্জ উপ‌জেলা (প‌শ্চিম) সে‌ক্রেটা‌রি মোস্তাক আহ‌মেদসহ জামা‌য়াতে ইসলামী বাংলা‌দেশ ও ছাত্রশি‌বিরের নেতারা উপ‌স্থিত ছি‌লেন।

মন্তব্য

লেপের নিচ মিলল ৪ কেজি গাঁজা, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
শেয়ার
লেপের নিচ মিলল ৪ কেজি গাঁজা, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় খাটের নিচে লুকিয়ে রাখা চার কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার (১৬ মার্চ) রাত সাড়ে আটটার দিকে কসবা পৌরসভার পশ্চিম শীতলপাড়া এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারা হলেন—উপজেলার মধুপুর গ্রামের হৃদয় মিয়া (২৫) ও তার স্ত্রী তানিয়া (২৩)।

বিষয়টি নিশ্চিত করে কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুল কাদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে শীতলপাড়ার গিয়াস উদ্দিন আহম্মেদের দোতলা বাড়ির নিচ তলা থেকে হৃদয় ও তানিয়ার ফ্লাটে তল্লাশি চালিয়ে খাটের উপর বিছানো লেপের নিচ থেকে চার কেজি গাঁজা উদ্ধার করা হয়।

তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

মন্তব্য

আশুগঞ্জে ধসে পড়ল সাইলোর টাওয়ার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
শেয়ার
আশুগঞ্জে ধসে পড়ল সাইলোর টাওয়ার
সংগৃহীত ছবি

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নির্মীয়মাণ আধুনিক রাইস স্টিল সাইলোরের দুটি টাওয়ার (সিএইচ টাওয়ার) ধসে পড়েছে। রবিবার (১৬ মার্চ) ঝড়ে এই ঘটনা ঘটে।

প্রকল্পের অবকাঠামো নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠান তমা কনস্ট্রাকশনের প্রকল্প ব্যবস্থাপক মো. খোরশেদ আলম সাংবাদিকদের জানান, টাওয়ারগুলো নির্মীয়মাণ এবং অনেক কাজ বাকি। ঝড়ে পড়ে যাওয়া টাওয়ারের বিভিন্ন মাল সরানো হচ্ছে।

এটি নতুন করে আবার তৈরি করা হবে।

দেশের খাদ্য মজুদ পর্যাপ্ত ও মজবুত করতে দেশের কয়েকটি স্থানে প্রায় তিন হাজার ৬০০ কোটি টাকা ব্যয়ে ৮টি আধুনিক স্টিল রাইস সাইলো নির্মাণের উদ্যোগ নেয় খাদ্য মন্ত্রণালয়। অর্ন্তভুক্ত এই প্রকল্পের আওতায় প্রায় সাড়ে ৫০০ কোটি টাকা ব্যয়ে আশুগঞ্জের পুরাতন কংক্রিট সাইলোর পাশে মেঘনা নদীর তীরে নির্মিত হচ্ছে আধুনিক স্টিল রাইস সাইলো।

মন্তব্য

‘জেল থেকে বাইরে আয়া সামনে যারে পাইবে মাইরালবে’

আঞ্চলিক প্রতিনিধি, ময়মনসিংহ
আঞ্চলিক প্রতিনিধি, ময়মনসিংহ
শেয়ার
‘জেল থেকে বাইরে আয়া সামনে যারে পাইবে মাইরালবে’
সংগৃহীত ছবি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা এলাকার আতঙ্কের নাম জিলানি (১৬)। সন্ত্রাসী কর্মকাণ্ডসহ হত্যাচেষ্টা, ছিনতাইসহ মাদকসহ তার নামে মোট ৮ টি মামলা রয়েছে থানায়। গত এক সপ্তাহ আগে পুলিশ তাকে গ্রেপ্তার করে জেলাহাজতে পাঠায়। 

সোমবার তার বাবা সিদ্দিক মিয়া কারাগারে দেখতে গিয়ে তাকে নির্দেশ দিয়ে আসেন যে, ‘তরে যারা মিথ্যা মামলায় ফাঁসাইছে, হয়রানি করছে ও ৭০ পিস ইয়াবা বড়ি দিয়া আরেকটা মামলা দিছে তারারে তুই বাইর অইয়া আয়া সামনে যারে পাইবে মাইরালবে।

এর পরে হিইর‌্যা জেলে যাইবে। অয় তরে বাইর করবাম না হইলে হেইনোই থাকবে।

আরো পড়ুন
ঈদ উপলক্ষে যান চলাচল নিয়ন্ত্রণে ডিএমপির নির্দেশনা

ঈদ উপলক্ষে যান চলাচল নিয়ন্ত্রণে ডিএমপির নির্দেশনা

 

জানা যায়, সোমবার আইনজীবী শাহজাহার কবীর সাজুর ময়মনসিংহস্থ জেলা পরিষদ মার্কেটের চেম্বারে যান সিদ্দিক মিয়া। সেখানে বিকেল সাড়ে তিনটার দিকে এমন কথা বলার সময় সিদ্দিকের ওই বক্তব্যের ভিডিও ধারন করা হয়।

সন্ধার পর এ প্রতিনিধির কাছে এসে আসে ভিডিওটি। এতে দেখা যায় আইনজীবীর সামনে বসে তিনি ক্ষিপ্ত হয়ে কারাগারে গিয়ে ছেলেকে যে নির্দেশনা দিয়েছেন তা অকপটে বলে যাচ্ছেন।

জানা যায়, জিলানীর বাড়ি ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নের রাফিয়ার আলগী গ্রামে। বাবা সিদ্দিক মিয়া স্থানীয় বাজারে চা বিক্রি করেন।

আর মা পরের বাড়িতে কাজ করেন। একমাত্র ছেলে জিলানি স্থানীয় একটি বিদ্যালয়ে নবম শ্রেণীতে পড়াকালে বিতর্কিত কর্মকাণ্ডের কারণে বিদ্যালয় থেকে বেশ কয়েকবার বের করে দেওয়া হয় তাকে।
 

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ