<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন লেগেছে। আগুনে এক শিশুসহ দুই রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়েছে। অগ্নিকাণ্ডে পুড়েছে পাঁচ শতাধিক বসতঘরসহ নানা স্থাপনা। ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের পাশাপাশি স্থানীয় স্বেচ্ছাসেবীরা দুই ঘণ্টা চেষ্টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল দুপুরে উখিয়া উপজেলার কুতুপালংয়ের লম্বাশিয়া ১-ওয়েস্ট রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকে আগুন লাগে। বিকেল পৌনে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় বলে জানান কক্সবাজার ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের উপপরিচালক মো. তানহারুল ইসলাম। তিনি অগ্নিদগ্ধ দুজনের মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি তিনি। আগুন কিভাবে লেগেছে তা নিশ্চিত হওয়া না গেলেও রোহিঙ্গা বস্তির গ্যাস সিলিন্ডার অথবা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে মনে করা হচ্ছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রোহিঙ্গা ক্যাম্প প্রশাসনসহ স্থানীয়দের কাছে খবর পেয়ে উখিয়া ফায়ার সার্ভিস স্টেশন থেকে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে সেখানে কক্সবাজার ও টেকনাফ ফায়ার সার্ভিস স্টেশনের আরো পাঁচটি ইউনিট যোগ দেয়।</span></span></span></span></span></p>